- যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কর ম্যানহাটনের অপরাধ আদালতে স্থানীয় সময় বৃহস্পতিবার ট্রাম্পের উপস্থিতিতে রায় ঘোষণা করা হয়।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, নিউ ইয়র্কের একজন বিচারক ট্রাম্পকে দোষী সাব্যস্ত করেন। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো অপরাধে দোষী হলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালন করা কোনো ব্যক্তি।
যুক্তরাষ্ট্রে ২০১৬ সালের নির্বাচনের আগে পর্ন তারকার মুখ বন্ধ রাখতে অর্থ দেয়ার বিষয়টি ধামাচাপা দিতে নথিতে মিথ্যা বর্ণনার ঘটনায় বৃহস্পতিবার দোষী সাব্যস্ত হয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, নিউ ইয়র্কের একজন বিচারক ট্রাম্পকে দোষী সাব্যস্ত করেন। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো অপরাধে দোষী হলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালন করা কোনো ব্যক্তি।
বার্তা সংস্থাটির প্রতিবেদনে জানানো হয়, দুই দিনের যুক্তিতর্ক শেষে ১২ সদস্যের বিচারক প্যানেল ৩৪টি গুরুতর অপরাধের অভিযোগের সবগুলোতে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করেন।
বিচারপতি জুয়ান মেরচ্যান মামলার রায়ের জন্য ১১ জুলাই দিনক্ষণ ঠিক করেন। এ তারিখের কয়েক দিন পরই ৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হিসেবে ট্রাম্পকে আনুষ্ঠানিক মনোনয়ন দেয়ার কথা আছে রিপাবলিকান পার্টির।
যুক্তরাষ্ট্রে ব্যবসা সংক্রান্ত নথিতে মিথ্যা বর্ণনার সর্বোচ্চ সাজা চার বছরের কারাদণ্ড। যদিও এ ধরনের মামলায় সাজাপ্রাপ্তরা প্রায়ই অপেক্ষাকৃত কম কারাদণ্ড পান। সাজাপ্রাপ্তদের জরিমানা করা কিংবা কারাগারে না পাঠিয়ে প্রবেশনে থাকার সুযোগও দেয়া হয়।
এ মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে থাকলেও নির্বাচনি প্রচার চালানো কিংবা নির্বাচনে জয়ের পর দায়িত্ব গ্রহণে আইনি বাধা নেই ট্রাম্পের।
দোষী সাব্যস্ত হওয়ার পরও সাজাপ্রাপ্তির আগে কারাবরণ করতে হবে না রিপাবলিকান পার্টি থেকে নির্বাচিত যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টকে।
আদালতে দোষী ঘোষণা হওয়া ট্রাম্প কোনো ধরনের অন্যায় করেননি বলে দাবি করেছেন।
তার আইনজীবী বলেছেন, রায়ের বিরুদ্ধে যত দ্রুত সম্ভব আপিল করা হবে।