শেখ হাসিনা বলেন, সম্প্রতি যুক্তরাষ্ট্রে এক বাংলাদেশি শিশুকে গুলি করে হত্যা করা হয়েছে। এর আগেও আমাদের বাংলাদেশি কয়েকজনকে হত্যা করা হয়েছে। আমরা প্রতিবাদ করেছি এবং বিচার করে তারা আমাকে জানিয়েছে।
যুক্তরাষ্ট্রে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে উল্লেখ করে দেশটির সরকারের সেদিকে নজর দেয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
থাইল্যান্ড সফর পরবর্তী সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার গণভবনে তিনি এ মন্তব্য করেন।
সরকারপ্রধান বলেন, যুক্তরাষ্ট্রে বিভিন্ন স্কুল, বিভিন্ন শপিং মল, রেস্টুরেন্টে অনবরত গুলি হচ্ছে আর মানুষ মারা যাচ্ছে। এমন কোনো দিন নাই বোধ হয়, আমেরিকায় মানুষ না মারছে। তাদের সেদিকে নজর দেয়া উচিত।
প্রধানমন্ত্রী বলেন, তাদের দেশে (যুক্তরাষ্ট্র) এই যে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। গুলি করে একেবারে সাধারণ নিরীহ মানুষগুলোকে হত্যা করা হচ্ছে। এটাও তো তাদের দেখা উচিত। নিজের ঘর আগে সামলানো উচিত। এটা প্রতি নিয়ত মানবাধিকার লঙ্ঘন করা।
শেখ হাসিনা বলেন, সম্প্রতি যুক্তরাষ্ট্রে এক বাংলাদেশি শিশুকে গুলি করে হত্যা করা হয়েছে। এর আগেও আমাদের বাংলাদেশি কয়েকজনকে হত্যা করা হয়েছে। আমরা প্রতিবাদ করেছি এবং বিচার করে তারা আমাকে জানিয়েছে। আমাদের যেটুকু করার সেটা আমরা করে যাচ্ছি। এখন তাদের উচিত নিজস্ব মানবাধিকার পরিস্থিতির দিকে নজর দেয়া।