মেসি-সুয়ারেজ গোল করলেন, ন্যাশভিলের গোল বাতিল—মায়ামির নাটকীয় ড্র

স্পোর্টস ডেস্ক

লিওনেল মেসি-লুইস সুয়ারেজ জুটি আজও জমল, দুজনে একটি করে গোল করেছেন। প্রতিপক্ষ ন্যাশভিলের একটি গোল ভিএআরে বাতিল হয়েছে। কিন্তু ইন্টার মায়ামি তবু জয় পায়নি। কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের শেষ ষোলোর প্রথম লেগে আজ ন্যাশভিলের মাঠ থেকে ২-২ গোলের ড্র নিয়ে ফিরেছে মেসি-সুয়ারেজের ইন্টার মায়ামি।

ন্যাশভিলের জিইওডিআইসে স্টেডিয়ামে ম্যাচটি যে মেসি-সুয়ারেজদের জন্য সহজ হবে না, সে ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল। মেসি ইন্টার মায়ামিতে নাম লেখানোর পর একটা বিষয় খুব দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের ফুটবলে—ফ্লোরিডার দলটি যে মাঠেই খেলতে যাক না কেন, সেই দলের সমর্থকেরাও মেসির জার্সি পরে খেলা দেখতে যান। এটা যেন আজকের ম্যাচে না দেখা যায়, তাই ম্যাচের আগের দিন একটি বিবৃতি দিয়েছিল ন্যাশভিলে। মায়ামির জার্সি পরে ন্যাশভিলের কোনো সমর্থক যেন মাঠে না আসেন!

চলতি মৌসুমে মেজর লিগ সকারে এখনো কোনো ম্যাচ না হারা ন্যাশভিলে মাঠের লড়াইয়েও মেসিদের চতুর্থ মিনিটেই পেছনে ফেলে। ন্যাশভিলেকে এগিয়ে দেওয়া গোলটি করেন জ্যাকব শ্যাফেলবার্গ। ৪৬ মিনিটে তাঁরই গোলে ব্যবধান দ্বিগুণ করে ন্যাশভিলে।

একটা সময় মনে হচ্ছিল, মেসি-সুয়ারেজ আজ পারবেন না মায়ামির হার ঠেকাতে। কিন্তু ৫২ মিনিটে তাঁদের দুজনের রসায়নেই ব্যবধান কমায় মায়ামি। বক্সের ঠিক বাইরে বল পেয়ে মেসিকে পাস দেন সুয়ারেজ। বক্সের বাইরে থেকেই বাঁ পায়ের জোরালো শটে মেসি বল পাঠান জালে।

ব্যবধান কমানো গোলটি পাওয়ার পর ন্যাশভিলের রক্ষণে আক্রমণের ঢেউ নিয়ে আছড়ে পড়েন মেসি-সুয়ারেজ-বুসকেতসরা। কিন্তু খেলার ধারার বিপরীতেই ৮৪ মিনিটে মায়ামির জালে বল পাঠায় ন্যাশভিল। কিন্তু ভিএআরে গোলটি বাতিল হয়।

এরপর পুরোপুরিই রক্ষণে মনোযোগ দেন ন্যাশভিলের খেলোয়াড়েরা। কিন্তু মেসি-সুয়ারেজ-বুসকেতস ত্রয়ীকে শেষ পর্যন্ত রুখতে পারেনি ন্যাশভিলের রক্ষণ। যোগ করা সময়ের ৫ মিনিটে ডান প্রান্ত থেকে বুসকেতসের ক্রসে দুর্দান্ত এক হেডে বল জালে পাঠিয়ে মায়ামিকে ড্র এনে দেন সুয়ারেজ।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত