মেসির গুরুত্ব টের পেল মায়ামি

স্পোর্টস ডেস্ক

গত মৌসুমে লিওনেল মেসি যোগ দেওয়ার পরও লিগে নিজেদের অবস্থানে কোনো উন্নতি হয়নি ইন্টার মায়ামির। লিগে অবনমন ব্যবস্থা নেই বলেই বেঁচে গেছে দলটি। তবে প্রথম মৌসুমেই একটি শিরোপা এনে দিয়েছিলেন মহাতারকা।

সের্হিও বুসকেতস ও জর্দি আলবারা আগেই যোগ দিয়েছিলেন। এই মৌসুমে লুইস সুয়ারেসকেও পেয়েছেন। মৌসুমের শুরুটাও হয়েছিল দুর্দান্ত। প্রাক-মৌসুম ভ্রমণ শেষে প্রথম চার ম্যাচে অপরজিত ছিল। লিগের প্রথম তিন ম্যাচ শেষে শীর্ষেও ছিল তারা।

গতকাল চোটে কারণে মেসি নামতে পারেননি। একাদশে না থাকলেও বদলি নেমেছিলেন সুয়ারেস ও বুসকেতস। কিন্তু মেসির ঘাটতি পূরণ হয়নি। মন্ট্রিয়লের বিপক্ষে ঘরের মাঠে ২-৩ ব্যবধানে হেরে বসেছে ইন্টার মায়ামি।

১৩ মিনিটে ফেরনান্দো আলভারেস এগিয়ে দেন মন্ট্রিয়লকে। ৭১ মিনিটে সে গোল শোধ করেন লিওনার্দো কামপানিয়া। কিন্তু ৭৫ ও ৭৮ মিনিটে মাতিয়াস কচারো ও সুনুসি ইব্রাহিম দুই গোল করে বসেন। ৯ মিনিটের মধ্যে চতুর্থ গোলের দেখা মিলে। চোখ কপালে তোলা এক গোলে জর্দি আলবা ব্যবধান কমালেও বাকি সময়ে সমতায় ফেরানো যায়নি।

মেসির অনুপস্থিতিতে দলের এমন ফাল কোচ টাটা মার্টিনোর দক্ষতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। মেসি নেই, এমন ম্যাচেও পাঁচ ডিফেন্ডার নিয়ে নেমেছিলেন মার্টিনো। দলের খেলায় কোনো প্রাণ ছিল না, ছিল না ট্যাকটিকাল কোনো বৈশিষ্ট্য। গত সপ্তাহে কাপের ম্যাচেও এমন প্রাণহীন ছিল মায়ামি। তবে সেদিন মেসি থাকায় শেষ মুহূর্তে ড্র করতে পেরেছিল দলটি। গতকাল সে ‘চিটকোড’ ছিল না মার্টিনোর কাছে।

এদিকে গতকালই অভিষেক হয়েছে ফেদেরিকো রেদোন্দোর। আর্জেন্টিনা ও রেয়াল মাদ্রিদের সাবেক মিডফিল্ডার ফের্নান্দো রেদোন্দোর ছেলের প্রতি আগ্রহ ছিল ইউরোপের অনেক ক্লাবের। কিন্তু মেসির সঙ্গে খেলার ইচ্ছাই প্রাধান্য পেয়েছে এই মিডফিল্ডারের কাছে।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত