মেট্রোরেলে গতকাল একজন বমি করে পলিথিনের সেই ব্যাগটি রেখে চলে যাওয়ায় সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনা হচ্ছে। সেদিনের ছবি পোস্ট করে অনেকেই বিষোদগার করেছেন। আবার অনেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
ফেসবুকের একটি কমিউনিটি গ্রুপে শাহরিন বুশরা নামের এক মেট্রো যাত্রী লিখেছেন, ‘আজকে আমি ট্রেনে উঠে এই বমির পলিটা দেখে সত্যি হতাশ। কেউ বমি করে পলিটা সুন্দর করে ফেলে রেখে নেমে গেছে।’
তিনি আরও লিখেছেন, ‘আমরা কেন এতো খারাপ। আমরা কবে একটা সভ্য জাতিতে পরিণত হবো। বমি আসতেই পারে। বমির পলিটা কি বাহিরে বিন-এ ফেলা যেত না।’
এখানে নুরুন্নবী কমেন্ট করেছেন, ‘আমরা কবে যে সভ্য হবো।’ নাসিমা সুলতানা লিখেছৈন, ‘বিচারবুদ্ধি বিবেকের অভাব।’ ইরফানুল ফাহিম লিখেছেন, ‘শিক্ষার অভাব।’
পার্থপ্রতিম রায় লিখেছেন, ‘সিসিটিভি দেখে শনাক্ত করে, তারে ছয় মাসের জেল দেওয়া হোক অথবা আগামী মাস সব মেট্রো ধোয়া-মোছার শাস্তি দেওয়া হোক।’
রিজভী শাহরিয়ার লিখেছেন, ‘কী জঘন্য অবস্থা! মানুষ ছাড়া কোনো প্রাণির মেট্রোরেলে ভ্রমণে নিষেধাজ্ঞা আছে জানতাম। কিন্তু এখন দেখি এরকমও উঠে যাচ্ছে!’
তানিয়া জামান তৃশা লিখেছেন, ‘এজন্য সবার আগে ছোটবেলা থেকে আদব কায়দার বিষয় একাডেমি শিক্ষায় বাধ্যতামূলক করা উচিত। কোথায় কি করতে হয়, এই সাধারণ বিবেকবুদ্ধিটুকু কী করে একটা মানুষের থাকে না? মানুষগুলোকে আগে মানুষ হতে হবে।’
কামরান আহমেদ লিখেছেন, ‘কর্তৃপক্ষের উচিত সিসি ফুটেজ দেখে যে কাজটি করেছে তার ছবিটি আপলোড করে দেওয়া সে যেই হোক তাহলে পরবর্তীতে অন্য কেউ এমন কিছু করার আগে দুইবার ভাববে।’