ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের আজ জন্মদিন। বিশেষ এই দিনকে ঘিরে দিনভর সোশ্যালে চলছে শুভেচ্ছা বন্দনা। শিল্পী-নির্মাতা থেকে শুরু করে ভক্ত অনুরাগী সবাই শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করছেন নায়ককে।
এরমধ্যে নির্মাতা চয়নিকা চৌধুরী শাকিব খানের সঙ্গে কিছু ছবি শেয়ার করে শাকিব খানকে শুভেচ্ছা জানান। তিনি লিখেন, অপেক্ষায় আছি রাজকুমার, দরদ, তুফান দেখার। তিনি আমার দেশের সুপারষ্টার! সত্যিই তিনি সুপারস্টার। সত্যিকারের বড় শিল্পীরা যত বড় হয়, ততই বিনয়ী হয়। (আমার কাছে) এই গুণী শিল্পী তাই। তার সাথে আমার প্রথম দেখার অনুভূতিও দারুণ। একবার একটা প্রোগ্রামে গিয়েছি একটা চেয়ারও খালি ছিল না। তিনিই প্রথম সারির চেয়ার ছেড়ে আমাকে বসতে দিলেন। আমার সাথে যখনই দেখা হতো, বলতেন, ‘আপনি সিনেমা বানান না কেন? প্লিজ বানান।আপনার নাটক/ টেলিফিল্ম তো একদম সিনেমার মত’। একবার একসাথে এক ফ্লাইটে কলকাতা গিয়েছিলাম। সত্যি তার ব্যবহার, ভদ্রতাবোধ এ মুগ্ধ হয়েছি। আমার দেশের সুপারস্টার যখন আমার মত সাধারণের কাজ দেখে সুন্দর করে কথা বলেন, মন বড় হয়! তিনি শাকিব খান।
আজ তার জন্মদিন। আজকের দিনে তার মাকে অভিনন্দন, আর শ্রদ্ধা। কারণ এই মা তাকে এই দিনে জন্ম দিয়েছিলেন।
শাকিব খান, শুভ জন্মদিন আপনাকে। অনেক শুভ কামনা আপনার জন্য। সুস্থ থাকেন, ভালো থাকেন। আপনার অভিনয় আমার অনেক ভালো লাগে! আপনি আজীবন বেঁচে থাকেন অডিয়েন্সদের আর আমাদের মনের ভিতর।অনেক অনেক ভালো ভালো কাজ করেন এই কামনা করি। আবারও শুভ জন্মদিন। আমার মৃত্যুর আগে হলেও যেন আপনাকে নিয়ে একটি সিনেমা বানাতে পারি এই প্রার্থনা আমার চলবে।