মিয়ানমার থেকে নৌকায় টেকনাফ, গুলিবিদ্ধ নারীর হাতে স্যালাইন!

কক্সবাজার প্রতিনিধি

মিয়ানমার থেকে একটি নৌকায় নারীসহ পাঁচজন এসেছেন টেকনাফের শাহ পরীর দ্বীপে। নাফ নদী পারি দিয়ে আসা এই পাঁচজনের মধ্যে একজন নারী এবং চারজন পুরুষ।

স্থানীয়রা জানিয়েছে, নৌকায় থাকা ওই নারী গুলিবিদ্ধ। তার হাতে স্যালাইন লাগানো। শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে শাহ পরীর দ্বীপ জেটিঘাটে পৌঁছেছে তারা। তবে বিজিবি তাদের ঢুকতে দিচ্ছে না।

এ ব্যাপারে জানতে টেকনাফ-২ বিজিবি অধিনায়কের সরকারি মোবাইল নম্বরে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।

স্থানীয়দের দাবি, মিয়ানমার থেকে আসা পাঁচজনই রোহিঙ্গা। তাদের মধ্যে একজন স্বামী-স্ত্রী বলে দাবি করেছেন। বাকিরা নৌকার মাঝি-মাল্লা।

জেটিঘাটের ঝাল মুড়ি বিক্রেতা মো. সেলিম বলেন, বিকেলের দিকে একটি নৌকায় করে একজন নারী ও চারজন পুরুষসহ একটি নৌকা শাহ পরীর দ্বীপ জেটিতে এসে পৌঁছায়। এরপর বিজিবি সদস্যরা তাদেরকে জেটিতে উঠতে বাধা দেন। পরে জেটি থেকে স্থানীয় লোকজনকে সরিয়ে দেন বিজিবি সদস্যরা। গুলিবিদ্ধ নারীর হাতে স্যালাইন টাঙানো রয়েছে।

সাবরাং ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সালাম বলেন, মিয়ানমার থেকে নাফ নদী অতিক্রম করে একটি নৌকায় পাঁচজন রোহিঙ্গা এসেছেন বলে শুনেছি। এর মধ্যে একজন নাকি নারী গুলিবিদ্ধ রয়েছেন তবে বিজিবি তাদেরকে ঢুকতে দিচ্ছেন না।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত