মালিবাগে রেস্তোরাঁর সিলিন্ডার থেকে আগুন, ৪ জন দগ্ধ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মালিবাগ মোড়ে একটি রেস্তোরাঁর সিলিন্ডারের ছিদ্র থেকে বের হওয়া গ্যাসে আগুন লেগে চারজন দগ্ধ হয়েছেন। আজ বুধবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে এ ঘটনা ঘটেছে।

দগ্ধ তিনজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন মো. সবুজ (২০), মো. মারুফ (১৬) ও মো. জুলহাস। অন্যজনের নাম জানা যায়নি।

ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার হায়াতুল ইসলাম খান বলেন, মালিবাগ মোড়ে একটি ভবনের নিচতলায় শাহজালাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে নামের একটি রেস্তোরাঁর কর্মীরা ইফতারি তৈরি করছিলেন। এ সময় সিলিন্ডারের ছিদ্র থেকে বের হওয়া গ্যাসে আগুন লাগলে চার রেস্তোরাঁকর্মী দগ্ধ হন। তাঁদের তিনজন হাসপাতালে ভর্তি রয়েছেন।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা (ডিউটি অফিসার) এরশাদ হোসেন বলেন, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগে স্থানীয় বাসিন্দারা আগুন নেভান।

দগ্ধ তিনজনকে হাসপাতালে নেন তৌহিদ হোসেন নামে তাঁদের এক সহকর্মী। তিনি বলেন, হোটেলের সামনে তাঁরা ইফতারি বিক্রি করছিলেন। হঠাৎ গ্যাস সিলিন্ডারের পাইপ ছিদ্র হয়ে সেখান থেকে আগুন লাগে।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত