রোজা রেখেই শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে খেলেছেন বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটার। তবে এই তালিকায় নেই পেসার তানজিম হাসান সাকিব। ইফতারের সময় না হলেও মাঠেই কয়েকবার খেতে দেখা যায় তাকে। ফেসবুকে প্রায়ই ধর্ম নিয়ে নানা কথা শেয়ার করা সাকিব রোজা না রাখায় তোপের মুখে পড়েছেন নেটিজেনবাসীর।
লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে চলাকালীন সাকিব বোতল থেকে কিছু পান করছেন, এমন কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিগুলোতে পক্ষে ও বিপক্ষে, দুধরনের মন্তব্যই দেখা গেছে। বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয়েছিল টাইগার উইকেটরক্ষক মুশফিকুর রহিমকে। মানুষের মন্তব্যকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না তিনি।
বুধবার (১৩ মার্চ) বাংলাদেশ দলের সংবাদ সম্মেলনে আসেন মুশফিক। সেখানে সাকিবের সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘দেখেন ভাই এখন আপনারাও অনেক সময় এরকম করে লেখেন। অন্যান্য মানুষও ভিন্ন ইস্যুতে দেখতে পারে। আমি সব সময় ভালো জিনিসটা আশা করবো বা আপনি সব সময় ভালো লিখবেন, এমন হতে পারে না। এখন একেকটা মানুষ একেকভাবে চিন্তা করতে পারে, দেখতে পারে, বলতে পারে।’
মুশফিক আরও বলেন, ‘যেটা বললেন ওর (সাকিব) অবস্থাটা কী, সেটা কিন্তু ভিন্ন। কারণ, স্বাভাবিক আজকে যেরকম গরম ছিল, ওর জন্য একটু কঠিন ছিল, ক্র্যাম্প হচ্ছিল। পেস বোলারদের জন্য এটা আরও অনেক কঠিন। আপনি যদি খেয়াল করেন, আজকে প্রায় দু-তিনজনের ক্র্যাম্প হচ্ছিল। এটা মানুষের যার যার ব্যক্তিগত মন্তব্য।’