জরুরি কিছু পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।
রবিবার (৩১ মার্চ) রাত পৌনে ১টার দিকে এক জরুরি বার্তায় দিদার জানিয়েছেন, কিছুক্ষণের মধ্যে রাজধানীর বসুন্ধরাস্থ এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে।
এর আগে রাতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় যান তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা।