‘ভালোবাসা দিবসে পলাশ-ইভানার ‘দুঃখিত

বিনোদন ডেস্ক

আসন্ন ভালোবাসা দিবসে মুক্তি পেতে যাচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দুঃখিত’। জিয়াউল হক পলাশ ও পারসা ইভানাকে জুটি করে এটি নির্মাণ করেছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমি।

এরমধ্যে চলচ্চিত্রটির ফার্স্ট লুক পোস্টার প্রকাশ্যে এসেছে। যেখানে পলাশ এবং ইভানাকে রোমান্টিক লুকে দেখা গেছে। রমকম গল্পের এই চলচ্চিত্রটি নিয়ে বেশ আশাবাদী পারসা ইভানা। তিনি বলেন, আমাদের টিমের বাইরে এবারই পলাশ এবং আমার জুটি হয়ে প্রথম কাজ। ভালোবাসার গল্প তবে এতে রমকমও আছে। দর্শকরা পছন্দ করবেন

বঙ্গবিডি লাস্ট স্টোরিজ নামে চারটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছে, তারই একটি ‘দুঃখিত’। এটি রচনা করেছেন বিশ্বজিৎ চৌধুরী।

কাজল আরেফিন অমি জানান, এটি একটি রোমান্টিক গল্প। যেখানে জুটিবদ্ধ হয়েছেন পলাশ ও ইভানা। ভালোবাসা দিবসে এটি উন্মুক্ত হবে বঙ্গবিডি ওটিটিতে।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত