ভারতীয় হাইকমিশন অভিমুখে বিএনপির ৩ সংগঠনের পদযাত্রা কাল

নিজস্ব প্রতিবেদক

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন বলেন, ‘আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা আমাদের সার্বভৌমত্বের প্রতি অবমাননাকর। তারা বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করেছে, মিশনের সম্পদ বিনষ্ট করেছে। এসবের প্রতিবাদে আমরা পদযাত্রা করে ভারতীয় দূতাবাসে স্মারকলিপি দেব।’

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও উস্কানিমূলক অপপ্রচারের প্রতিবাদে আগামীকাল রোববার ঢাকায় ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা করবে বিএনপির তিন সহযোগী সংগঠন।

জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের এই পদযাত্রা থেকে হাইকমিশনে স্মারকলিপি দেয়া হবে।

রাজধানীর নয়াপল্টনে শনিবার জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, রোববার সকাল ১০টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল নিয়ে বারিধারায় ভারতীয় হাইকমিশন অভিমুখে যাত্রা করবেন নেতা-কর্মীরা। জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল যৌথভাবে এই কর্মসূচি পালন করবে।

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন গণমাধ্যমকে বলেন, ‘আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা আমাদের সার্বভৌমত্বের প্রতি অবমাননাকর। তারা বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করেছে, মিশনের সম্পদ বিনষ্ট করেছে। এসবের প্রতিবাদে আমরা পদযাত্রা করে ভারতীয় দূতাবাসে স্মারকলিপি দেব।’

লংমার্চের পরিকল্পনা:

জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাদের সূত্রে জানা গেছে, বাংলাদেশবিরোধী অপতৎপরতার প্রতিবাদে তারা ভারতের আগরতলা অভিমুখে ‘লংমার্চ’ করার চিন্তা করছেন। তবে এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। তিন সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করার পর এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে।

প্রসঙ্গত, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন চলছে বলে অভিযোগ তুলছে ভারত সরকার। এছাড়া ভারতের অনেক গণমাধ্যমে উস্কানিমূলক অপপ্রচার, আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা এবং জাতীয় পতাকার অবমাননা, বাংলাদেশে জাতিসংঘ শান্তিরক্ষী পাঠাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরজিসহ বেশকিছু ঘটনা বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কে টানাপড়েন সৃষ্টি করেছে। এমন প্রেক্ষাপটে বিএনপির তিন সংগঠন ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি দেয়ার কর্মসূচি দিল।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত