ভাংগছে অভিষেক-ঐশ্বরিয়া জুটি!

বিনোদন ডেস্ক

বলিউডে ফের শুরু হয়েছে ঐশ্বরিয়া ও অভিষেক বচ্চনের বিচ্ছেদের গুঞ্জন। এর কারন হিসেবে ধরা হচ্ছে মেগাস্টার অমিতাভ বচ্চনের তিন হাজার দুইশ কোটি সম্পত্তির ভাগ বাটোয়ারা।যার সামান্য অংশও পাননি ঐশ্বরিয়া।

টাইমস অব ইন্ডিয়ার সুত্রে জানা যায়, , অমিতাভ বচ্চনের সম্পত্তির কোনো অংশই পাননি ঐশ্বরিয়া। শোবিজ পাড়ায় এমন খবর ছড়িয়ে পড়তেই অভিষেক আর ঐশ্বরিয়ার বিবাহ বিচ্ছেদের বিষয়টি জোরালো হয়ে ওঠে ভারতীয় সংবাদ মাধ্যম ও নেটিজেনদের মাঝে।

বেশকিছু দিন ধরেই চলছিল এ তারকা জুটির বিবাহ বিচ্ছেদের গুঞ্জনটি। গুঞ্জনের শুরু, ক্যামেরায় একজনের অন্যজন থেকে দূরে অবস্থান করা থেকে। এ ছাড়া দীর্ঘ সময় ধরে কোনো অনুষ্ঠানে একসঙ্গে ছবি তোলেন না তারা। জন্মদিনেও একাই দেখা যায় অভিষেক আর ঐশ্বরিয়াকে। তাদের সংসারে পারিবারিক সমস্যা যে বেশ জোরালো সে কারণ এবার প্রকাশ্যে এলো।

 

সম্প্রতি অমিতাভ তার সম্পত্তি সমান দুইভাগে ভাগ করে দিয়েছেন ছেলে অমিতাভ আর মেয়ে শ্বেতার মধ্যে। বচ্চন পরিবারের উত্তরাধিকারী ছেলে হিসেবে সম্পত্তির কোনো বেশি অংশই পাননি ছেলে অভিষেক।

 

৩২০০ কোটি রুপির সম্পত্তির ১৬০০ কোটি অমিতাভ তার মেয়ে শ্বেতার নামে করে দিয়েছেন। আর বাকি ১৬০০ কোটি ছেলে অভিষেকের নামে। আর পুত্রবধূ ঐশ্বরিয়ার নামে সম্পত্তির কোনো অংশই দেননি শ্বশুর অমিতাভ। যা আবারও জোড়ালো গুঞ্জন তুলেছে এই জুটির বিচ্ছেদের।

 

 

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত