ব্যান্ড মিউজিক ফেস্ট আজ

আয়ুব বাচ্চু ও চ্যানেল আইয়ের যৌথ উদ্যোগে শুরু হয়েছিল’ চ্যানেল আই  ব্যান্ড ফেস্ট’। প্রতিবছর ডিসেম্বরের প্রথম দিনে দেশের জনপ্রিয় ব্যান্ডগুলোর নানা পরিবেশনায় জমে উঠতো এই উৎসব। ২০২২ সালে বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা) যুক্ত হয় প্রয়াত কিংবদন্তি আইয়ুব বাচ্চুর এই পরিকল্পনার সঙ্গে।

দিনটিকে বাংলাদেশের ‘ব্যান্ড মিউজিক ডে’ ঘোষণা করে তারা এবং প্রতি ডিসেম্বরের প্রথম শুক্রবার জমকালো আয়োজনে ‘বামবা চ্যানেল আই ব্যান্ড ফেস্ট’ আয়োজনের কথা বলা হয়। তবে এ বছর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের কারনে কন্সার্ট স্থগিত হয়ে যায়।সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করে বামবা।

তবে এ বছর না হলেও নতুন বছরের শুরুর দিকে ‘বামবা চ্যানেল আই ব্যান্ড ফেস্ট ২০২৩’ আয়োজিত হবে, জানায় বামবা। এদিকে ‘চ্যানেল আই ব্যান্ড ফেস্ট’-এর আরেক পক্ষ চ্যানেল আই গতকাল বিকেলে জানায়, শুক্রবার না হলেও স্বল্প পরিসরে আজই হবে ‘চ্যানেল আই ব্যান্ড ফেস্ট ২০২৩’।

চ্যানেল আই জানায়, নির্বাচনী কার্যকলাপের কারণে শুক্রবার বিস্তৃত পরিসরে কনসাটর্টি আয়োজন করা সম্ভব হয়নি। তাই আজ (২ ডিসেম্বর) চ্যানেল আই চত্বরে বসবে ‘চ্যানেল আই ব্যান্ড ফেস্ট ২০২৩’।

আজ সকাল ১১টা ৫ মিনিট থেকে বিকেল পর্যন্ত চলবে এই উৎসব। এবারের আসরে পারফরম করবে অবসকিওর, আর্ক, ভাইকিংস, চাইম, ব্ল্যাক, ম্যাকানিক, মেহরীন, স্টোন, সাস্টেইন, এফ মাইনর, নাটাই, ব্রহ্মপুত্র ‘বামবা চ্যানেল আই ব্যান্ড ফেস্ট’ ও ব্যান্ড তরুণ। দর্শক চ্যানেল আইয়ের পর্দায় সরাসরি উৎসবটি দেখতে পারবে।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত