ব্যাংক ঋণের সুদ হার ১৩.১১%

নিজস্ব প্রতিবেদক

  • বিভিন্ন মহলের সমালোচনা ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সুপারিশ কেন্দ্রীয় ব্যাংককে পদক্ষেপ নিতে প্ররোচিত করেছে।

 

ব্যাংক ঋণের সুদহার ছাড়িয়েছে ১৩%, যা এই মার্চ থেকেই কার্যকর হবে। এদিকে সুদের হার নির্ধারণের আট মাস আগে নতুন পদ্ধতি ‘‘স্মার্ট’’ চালু হওয়ার পর থেকে এটি সর্বোচ্চ সুদহার।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ফেব্রুরারি মাসের জন্য স্মার্ট রেট ৮.৬৩% থাকলেও, মার্চের জন্য তা ৯.৬১% করার ফলেই ব্যাংক ঋণের সুদহারে এই উত্থান হয়েছে। জানুয়ারিতে স্মার্ট রেট ছিল ৮.১৪%।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক আগের ৩.৭৫% থেকে কমিয়ে ব্যাংকের জন্য সুদহারের করিডর ৩.৫০% করে। এই সমন্বয়ের ফলে মার্চে ঋণের সুদহার ১৩.৩৬% হচ্ছে না।

নতুন নির্দেশনা মতে, মার্চ মাসের জন্য ‘‘স্মার্ট’’ এর হার প্রকাশের পর ঋণে সর্বোচ্চ সুদহার দাঁড়িয়েছে ১৩.১১%। যদিও ঋণের হার নির্ধারণে ব্যাংকের মার্জিনের হার আগের চেয়ে ২৫ বেসিস পয়েন্ট কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে ব্যাংক চাইলে মার্চ থেকে গ্রাহককে ঋণ দিতে সর্বোচ্চ ১৩.১১% হারে সুদ নিতে পারবে। আবার ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে তা কম হওয়ার সুযোগও রয়েছে।

নির্দেশনায় বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এখন থেকে ব্যাংকগুলো ‘‘স্মার্ট’’ সুদহারের সঙ্গে সর্বোচ্চ ৩.৫০% মার্জিন যোগ করতে পারবে। এতদিনে এটি ছিল ৩.৭৫%। মার্চে ঋণ বিতরণে ‘‘স্মার্ট’’ (সিক্স মান্থস মুভিং এভারেজ রেট অব ট্রেজারি বিল)- এর নতুন হার ৯.৬১% নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে নতুন মার্জিন যোগ করে ব্যাংকগুলো সর্বোচ্চ সুদহার ঠিক করতে পারবে।

‘‘স্মার্ট’’ চালুর পর থেকে এ দুই হারই এখন সর্বোচ্চ। এক মাসের ব্যবধানে স্মার্ট বেড়েছে ৯৩ (আগের মাসের চেয়ে) বেসিস পয়েন্ট। ফেব্রুয়ারি মাসের জন্য স্মার্ট ঠিক হয়েছে ৯.৬১%। আগের মাস জানুয়ারিতে যা ছিল ৮.৬৮%। ফেব্রুয়ারি মাসের ‘‘স্মার্ট’’ সুদহার প্রযোজ্য হয়ে থাকে মার্চ মাসে বিতরণ করা নতুন ঋণের বেলায়। সে হিসাবে মার্চ থেকে নতুন ঋণ বিতরণে ‘‘স্মার্ট’’ সুদহার ৯.৬১% ধরতে হবে ব্যাংকগুলোকে।

এর আগে, ২০২৩ সালের জুলাই মাসে ‘‘স্মার্ট’’ সুদহার চালু করে বাংলাদেশ ব্যাংক। মূলত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মুদ্রানীতির সিদ্ধান্তের আলোকে ‘‘স্মার্ট’’ চালু হয়। প্রথমবার জুন মাসের জন্য ‘স্মার্ট’ রেট ছিল ৭.১০%। একক মাস হিসেবে স্মার্ট সুদহার সর্বোচ্চ বেড়েছিল গত জানুয়ারি মাসে ৫৪ বেসিস পয়েন্ট।

জুলাই মাস থেকে ‘‘স্মার্ট’’ রেট এবং ব্যাংকের মার্জিন হার ঊর্ধ্বমুখী ছিল। ‘‘স্মার্ট’’ হার প্রকাশের পর থেকে এ পর্যন্ত ২.৫১ বেসিস পয়েন্ট বা ৩৫.৩৫% বেড়েছে। পরে এবার প্রথমবারের মতো ব্যাংকের মার্জিন কমানোর সিদ্ধান্ত নেয়া হলো।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, বিভিন্ন মহলের সমালোচনা ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সুপারিশ কেন্দ্রীয় ব্যাংককে পদক্ষেপ নিতে প্ররোচিত করেছে।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত