বেইলি রোডে আগুন, ভবনের ছাদে আটকা ৫০ জনের বেশি

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বেইলি রোডে কাচ্চি ভাই রেস্টুরেন্টের ভবনে লাগা আগুনের মধ্যে অনেকে আটকা পড়েছেন। এরমধ্যে ভবনটির ছাদে আটকে আছেন প্রায় ৫০ জন।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের গণমাধ্যম শাখা থেকে এ তখন জানানো হয়। রাত ১১ টা ১০ মিনিট এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

সরেজমিনে গেলে দেখা যায়, রেস্টুরেন্টের মধ্যে আগুনে আটকা পড়া একজনের স্বজন তাকে উদ্দেশ্য করে বলছেন ” ছাদে উইঠা যা; ছাদে ক্যারেন ( উচু স্থান থেকে উদ্ধারকারী যন্ত্র) পাঠাইছে”৷ তিনি বলেন, “আমার আপন ভাই আগুনে আটকা পড়ছে। ওর নাম ফয়সাল৷।”

এদিকে ছাদ থেকে উদ্ধার হওয়া একজন বলেছেন, “ছাদে অন্তত ৫০ জনের মতো আছে ৷ পুরা ছাদ ভর্তি মানুষ। তবে এখনো সবাই ঠিক আছে। “

ক্রেন দিয়ে একের পর এক মানুষ বের করার চেষ্টা করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ভবনটির সামনে স্বজনদের অপেক্ষা করছে অনেকে।

ফায়ার সার্ভিসের গণমাধ্যম শাখার কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, রাত পৌনে ১০টার দিকে বেইলি রোডে অবস্থিত কাচ্চি ভাই নামে একটি খাবারের দোকানে অগ্নিকাণ্ডের খবর পেয়ে সেখানে আটটি ইউনিট পাঠানো হয়েছে। তারা আগুন নেভাতে কাজ করছে। তবে কীভাবে আগুন লেগেছে তা নিশ্চিত করতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

এদিকে আগুনের খবরে ঘটনাস্থলে গিয়েছে একাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তাদের সাথে যোগাযোগের করা হলে অগ্নিকাণ্ডের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত