বৃষ্টি ঝরিয়ে দুর্বল রেমাল, নগরে পানি

সিনিয়র রিপোর্টার, চট্টগ্রাম

রবিবার সন্ধ্যার পর থেকে সোমবার ভোর পর্যন্ত একটানা উপকূলে তাণ্ডব চালিয়ে দুর্বল হয়ে পড়েছে প্রবল ঘূর্ণিঝড় রেমাল। এর প্রভাবে চট্টগ্রামে টানা বৃষ্টিপাত হচ্ছে। পানিতে ডুবে গেছে নগরের নিম্নাঞ্চল।

রেমাল উত্তর দিকে অগ্রসর হয়ে বর্তমানে খুলনার কয়রা এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তরে অগ্রসর হয়ে বৃষ্টি ঝরিয়ে ক্রমশ দুর্বল ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে। আগামী দুই থেকে তিন ঘণ্টার মধ্যে এটি আরও দুর্বল হয়ে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

মূল ঘূর্ণিঝড়টি বাংলাদেশে মোংলার পাশ দিয়ে পটুয়াখালীর খেপুপাড়া উপকূলে প্রবেশ করে সাতক্ষীরার শ্যামনগর হয়ে উত্তর দিকে ধাবিত হয়েছে ঘূর্ণিঝড় ও পরে স্থল নিম্নচাপ হিসেবে। তবে আঘাত হানা এলাকায় দগদগে ক্ষত রেখে গেছে রেমাল। পাশাপাশি জোয়ার ও তীব্র জলোচ্ছ্বাসে উপকূলের বেশ কয়েকটি জেলাতেই নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। প্লাবিত হয়েছে গোটা সুন্দরবন।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত