বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্সের তথ্য অনুযায়ী , ৭৭ বছর বয়সী ট্রাম্পের মিডিয়া সংস্থা ‘ট্রুথ সোশ্যাল’ একীভূত হওয়ার পর তার মোট সম্পদ বেড়েছে ৪০০ কোটি ডলার (৪ বিলিয়ন), যা আগে ছিল প্রায় ৩০০ কোটি বা ৩ বিলিয়ন।

প্রায় ৬৫০ কোটি ডলার সম্পদ নিয়ে প্রথমবারের মতো বিশ্বের সবচেয়ে ধনী ৫০০ ব্যক্তির তালিকায় উঠে এসেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্সের বরাত দিয়ে মঙ্গলবার এনডিটিভি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ৭৭ বছর বয়সী ট্রাম্পের মিডিয়া সংস্থা ‘ট্রুথ সোশ্যাল’ একীভূত হওয়ার পর তার মোট সম্পদ বেড়েছে ৪০০ কোটি ডলার (৪ বিলিয়ন), যা আগে ছিল প্রায় ৩০০ কোটি বা ৩ বিলিয়ন।

স্পেশাল পারপাস অ্যাকুইজিশন কোম্পানি (এসপিএসি) সোমবার ট্রুথ সোশ্যালের প্যারেন্ট কোম্পানি ‘ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ করপোরেশনের’ সঙ্গে একীভূত হয়। ৬ দশমিক ৫ বিলিয়ন ডলার নিয়ে ট্রাম্প এখন বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি।

ডনাল্ড ট্রাম্পের ছেলে ও ট্রাম্প অর্গানাইজেশনের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট এরিক ট্রাম্প এক বিবৃতিতে বলেছেন, ‘শীর্ষ ধনী ব্যক্তির তালিকায় ট্রাম্পের নাম যুক্ত হওয়ায় আমরা অত্যন্ত সম্মানিত। আমাদের যে সংস্থাটি রয়েছে, এটি দুর্দান্ত।’

ট্রাম্প নতুন কোম্পানির প্রায় ৫৮ শতাংশের মালিক, তবে তিনি কমপক্ষে ছয় মাসের জন্য শেয়ার বিক্রি করতে পারবেন না।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত