বায়তুল মোকাররমে ঈদের পাঁচ জামাত, প্রথমটি সকাল ৭টায়

একুশে বুলেটিন ডেস্ক

প্রতি বছরের মতো এবার ঈদের প্রধান জামাত জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে।

পবিত্র ঈদ-উল-ফিতরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পাঁচটি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত শুরু হবে সকাল ৭টায়।

সোমবার (২৫ মার্চ) ঈদের জামাতের সময়সূচির বিষয়টি নিশ্চিত করেছেন ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক।

দ্বিতীয় জামাত শুরু হবে সকাল ৮টা, ৯টা, ১০টা এবং সর্বশেষ বেলা পৌনে ১১টায় শেষ জামাত অনুষ্ঠিত হবে।

আবু বক্কর সিদ্দিক জানান, পাঁচটি জামাতের ইমামতি কে কে করবেন, তা ঠিক করবে ইসলামিক ফাউন্ডেশন। এছাড়া, পাঁচটি জামাতের ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে কে দায়িত্ব পালন করবেন, তাও ঠিক করা হবে।

এর আগে, ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জানান, প্রতি বছরের মতো এবার ঈদের প্রধান জামাত রাজধানীর জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। সেখানে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত