বন্যা মোকাবিলায় প্রস্তুতি নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

বুলেটিন প্রতিবেদন

আগামী মাসে দেশে বন্যার আশঙ্কা রয়েছে। এ ব্যাপারে আগাম প্রস্তুতি নিতে সবাইকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২ জুলাই) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠক শেষে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর বিভিন্ন নির্দেশনা এবং বৈঠকের বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম।

পরিকল্পনামন্ত্রী বলেন, যেভাবে পানি বাড়ছে তাতে প্রধানমন্ত্রী আশঙ্কা করছেন, আগামী মাসে দেশে বন্যা হতে পারে। এ জন্য সবাইকে প্রস্তুতি নেয়ার নির্দেশনা দিয়েছেন। সাধারণত এ সময় বৃষ্টি ও বর্ষায় উন্নয়ন প্রকল্পের মূল কাজ বিঘ্নিত হয়। এ কারণে এ সময় দাপ্তরিক কাজ এবং অন্যান্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে, যাতে বৃষ্টির মৌসুম শেষ হলে প্রকল্পের মূল কাজ শুরু করা যায়।

এছাড়া বৈঠকে ১১টি প্রকল্প অনুমোদন দেয়া হয়। এর মধ্যে পুরোনো প্রকল্পের সংশোধনী চারটি। বাকি সাতটি নতুন প্রকল্প। এসব প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে ৫ হাজার ৪৬০ কোটি টাকা। এ অর্থের মধ্যে বিদেশি ঋণ ১৪০ কোটি টাকা। ১০৫ কোটি টাকা বাস্তবায়নকারী সংস্থাগুলোর নিজস্ব। বাকি ৫ হাজার ২১৪ কোটি টাকা জোগান দিচ্ছে সরকার।

একনেকে অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে আছে ঢাকা অঞ্চলে কৃষির উন্নয়ন। উৎপাদনশীলতা বাড়াতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ প্রকল্প বাস্তবায়ন করবে। এ ছাড়া আছে ৩০০ কোটি টাকার বরগুনা জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প। এ প্রকল্প বাস্তবায়ন করছে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর। মুন্সীগঞ্জ জেলার পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পও একই অধিদপ্তর বাস্তবায়ন করছে। প্রকল্পটিতে ব্যয় হবে ৭০০ কোটি টাকা।

এ ছাড়া রয়েছে রায়পুর ১২০ মেগাওয়াট পিক গ্রিড টাইড সোলার পাওয়ার প্লান্টের জন্য ভূমি অধিগ্রহণ প্রকল্প। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নেওয়া প্রকল্পটির ব্যয় ধরা হয় ১০৫ কোটি টাকা। গতকাল অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ব্যয়ের দিক থেকে সবচেয়ে বড় প্রকল্প হচ্ছে থানার প্রশাসনিক কাম ব্যারাক ভবন নির্মাণ। প্রকল্পটির ব্যয় ধরা হয় ১ হাজার ৬২৪ কোটি টাকা। ২০২৭ সালের জুনের মধ্যে প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত