ফের তিন দিন পর টেকনাফ সীমান্তে গোলাগুলির শব্দ; সীমান্তে আতঙ্ক ছড়িয়েছে

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ সীমান্ত শান্তই ছিল গেল কয়েকদিন। তবে শুক্রবার সকালে ফের শুরু হয়েছে গোলাগুলি। বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত টেকনাফ উপজেলার হোয়াইক্যংয়ের পার্শ্ববর্তী মিয়ানমার এলাকায় গোলাগুলির শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দারা।

তবে বিকেল পাঁচটার দিকে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়া পাড়ার পূর্ব পাশে মিয়ানমার থেকে তিনটা মর্টার শেলের বিকট শব্দ ভেসে আসে। সীমান্তে বসবাসকারীরা গত কয়েকদিন শান্তিতে থাকলেও শুক্রবার সকাল থেকে আবারও তাদের মাঝে আতঙ্ক শুরু হয়েছে।

এর আগে সবশেষ গেল সোমবার বাংলাদেশ সীমান্তের নিকটবর্তী মিয়ানমারের বিভিন্ন এলাকায় গোলাগুলির শব্দ শোনা গিয়েছিল।

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ আলম বলেন, ‘‘হোয়াইক্যংয়ের খারাংখালী সীমান্তে জুমার নামাজের আগপর্যন্ত থেমে থেমে গোলাগুলির শব্দ পাওয়া গেছে। এ সময় সীমান্তের কাছাকাছি চিংড়ির খামারে থাকা বাংলাদেশি লোকজন ভয়ে পালিয়ে এসেছেন।’’

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, ‘‘খবর শুনেছি। বিজিবি তৎপর রয়েছে। সীমান্তে বসবাসরত বাংলাদেশের নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়েছে।’’

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত