ফিফা র‌্যাংকিংয়ে ভারতের অধঃপতন, বাংলাদেশের অবস্থান কোথায়

স্পোর্টস ডেস্ক

আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থা (ফিফা) বৃহস্পতিবার র‌্যাংকিং প্রকাশ করেছে। যেখানে বড় লাফ দিয়েছে এশিয়ান কাপ চ্যাম্পিয়ন কাতার।

জর্ডানকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের পথে থাকা কাতার ২১ ধাপ এগিয়েছে। ২০২২ সালের বিশ্বকাপের আয়োজকদের রেটিং পয়েন্ট বেড়েছে ৯২.০৪।

কাতারের মতো আফ্রিকা মহাদেশীয় চ্যাম্পিয়ন আইভরি কোস্টও বড় লাফ দিয়েছে। ফিফার র‌্যাংকিংয়ে তারা এগিয়েছে ১০ ধাপ।

বৃহস্পতিবার হালনাগাদকৃত র‌্যাংকিংয়ে শীর্ষেই রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কাতার ৫৮ নম্বর থেকে ৩৭ নম্বরে উঠে এসেছে। জর্ডান ১৭ ধাপ এগিয়ে ৭০তম স্থানে।

র‌্যাংকিংয়ের শীর্ষ দশে কোনো পরিবর্তন হয়নি। আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড, বেলজিয়াম, ব্রাজিল, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্পেন, ইতালি ও ক্রোয়েশিয়া নিজেদের অবস্থান ধরে রেখেছে।

এশিয়ান কাপে তিন ম্যাচে হেরে ১৫ ধাপ পিছিয়েছে ভারত। বাংলাদেশের অবস্থানে কোনো ধরনের পরিবর্তন হয়নি। আগের মতো ১৮৩ নম্বরে রয়েছে লাল-সবুজের দল।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত