ভালোবাসা দিবসে নতুন জীবনে পা রেখেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী। বিয়ের পুরো অনুষ্ঠজান হয়েছে কক্সবাজারে। এই আয়োজনে স্পর্শিয়ার কাছের মানুষ ও কিছু গণমাধ্যমকর্মীও উপস্থিত ছিলেন।
অভিনেত্রীর স্বামীর নাম সৈয়দ রিফাত নাওঈদ হোসেন। তিনি সিলেটের ছেলে। দেশের বাইরে পড়ালেখা করেছেন। আর বর্তমানে একটি বহুজাতিক সফটওয়ার কোম্পানির পরিচালক হিসেবে কর্মরত।
দু’জনের মধ্যে প্রেম ছিল কিনা বা পরিচয় কীভাবে হলো―এ নিয়েই প্রশ্ন রয়েছে ভক্তদের। তবে স্পর্শিয়া বলছেন প্রেমের সম্পর্ক নয়, পারিবারিকভাবে আয়োজন করেই বিয়ে হয়েছে। তিনি বলেন, নাওঈদকে খুব পছন্দ হয়েছে আমার আম্মুর। আগেই আমি বলেছি যে, বিয়েটা আম্মুর পছন্দে করব। আবার কিছু ব্যাপারে নাওঈদকে আমিও মনের মতো পেয়েছি বলেই বিয়েতে রাজি হয়েছি।
এ অভিনেত্রী বলেন, নাওঈদও হয়তো আমার মধ্যে স্ত্রী হিসেবে যেসব গুণাবলি চেয়েছিল, সেগুলো পেয়েছে। এ কারণে দুই পরিবারের সম্মতিতে বিয়ে হয়েছে আমাদের। আর আমাদের দু’জনের পরিচয় শুধু বিয়ের দেখাদেখিকে কেন্দ্র করে হয়েছে।
এছাড়া তার ভাষ্যমতে―আমাদের একজন কমন ফ্রেন্ড এই বিয়ের ঘটকালি করেছে। শুরুতে পারিবারিকভাবে কথা হওয়ার পরই বিষয়টি বিয়ে পর্যন্ত গড়ায়। পাশাপাশি এই সময় ভালোবাসাও তৈরি হয়েছে।