প্যারিসে শাহরুখের মেয়ে, কার টানে?

বিনোদন ডেস্ক

সুহানা খান এই মুহূর্তে প্যারিসে অবস্থান করছেন। এক বৃষ্টিময় কফি সন্ধ্যার ছবি পোস্ট করে জানান দিলেন শীতল দিনে মন বেশ শান্তিময়। বিরাজ করছে শীতল সুখ। কিন্তু আকস্মিক ভাবে শাহরুখকন্যা সংগীত, শিল্প, স্থাপত্যের নগরে কেন?

বেশকিছু ছবি থেকে অনুমান করা যাচ্ছে প্রিয় বান্ধবী অনন্যা পান্ডে প্যারিসের একটি ফ্যাশন শোতে অংশ নিয়েছেন, আর তাই বান্ধবীর সঙ্গে তিনিও উড়াল দিয়েছেন আইফেল টাওয়ারের নগরে, যে শহরে শুয়ে আছেন জিম মরিসন।

সুহানার ছবিতে দেখা যায়, তিনি কখনো ভর সন্ধ্যায় কফির পেয়ালা নিয়ে বসে আছেন, কখনো কোনো ব্র্যান্ডের জুতোর দোকানে, কখনো বৃষ্টিভেজা আইফেল টাওয়ারের ত দিয়ে হাঁটছেন। কখনো মুগ্ধ হয়ে কোনো ভাস্কর্যের ছবি তুলেছেন অথবা শপিংমলের আয়নায় নিজের প্রতিচ্ছবি ক্যামেরায় ধারণ করছেন।

এসবের মাঝে কেননা অনন্যা পাণ্ডের কথা এলো? কেননা একটি ছবি সুহানা পোস্ট করেছেন যেখানে অনন্যাকে দেখা যাচ্ছে র‍্যাম্পে হেঁটে যাচ্ছেন। দর্শকসারিও দেখা যায়। এই থেকে অনুমান করা যায় বান্ধবীর ফ্যাশন শো চলছে ফ্রান্সে, আর বান্ধবীকে সঙ্গ দিতেই ছুটেছেন তিনি।

তবে সময়টা যে বেশ উপভোগ করছেন তা সুহানার ইনস্টাগ্রাম হ্যান্ডেল দেখলেই অনুমেয়।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত