মিয়ামির হয়ে প্রথমার্ধে গোল পেয়েছেন সুয়ারেজ। বিরতির পর পেনাল্টি থেকে ২০২৪ সালে নিজের প্রথম গোল করেন মেসি
চোটের কারণে দলে ছিলেন না আল হিলালের তারকা নেইমার জুনিয়র। তাই বার্সেলোনার সাবেক দুই সতীর্থ লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সঙ্গে তার পুনর্মিলনীটা হলো না। বার্সেলোনার হয়ে দীর্ঘদিন একসঙ্গে খেলেছেন তিন তারকা। এবার দারুণ একটি সুযোগ পেয়ে তাদের মিলন হলো না।
দর্শকরা এই তিন তারকার মিলন দেখতে না পারলেও দারুণ একটি খেলা উপভোগ করতে পেরেছেন। রিয়াদ সিজন কাপে মেসি-সুয়ারেজের দল ইন্টার মিয়ামিকে ৪-৩ গোলে হারিয়েছে আল হিলাল। সৌদি আরবের রাজধানী রিয়াদের কিংডম অ্যারেনায় রোমাঞ্চকর লড়াইয়ে ম্যাচে গোল হয়েছে সাতটি। ৪-৩ গোলে হেরে গেল মেসি ও সুয়ারেজের ক্লাব ইন্টার মিয়ামি।
প্রথমার্ধ শেষে ৩-১ গোলে এগিয়ে ছিল আল হিলাল। বিরতির পর দুই গোল শোধ করে ম্যাচে ফিরে মিয়ামি। কিন্তু ৮৮ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ম্যালকমের গোলে জয় নিশ্চিত হয় আল হিলালের।
মিয়ামির হয়ে প্রথমার্ধে গোল পেয়েছেন সুয়ারেজ। বিরতির পর পেনাল্টি থেকে ২০২৪ সালে নিজের প্রথম গোল করেন মেসি। তবে ম্যাচের ১৩ মিনিটের মাথায় ২-০ গোলে এগিয়ে ছিল আল হিলাল।
১০ মিনিটের মাথায় দলীয় আক্রমণ থেকে জোরাল শটে গোল করেন আল হিলাল তারকা অ্যালেক্সান্ডার মিত্রোভিচ। ৩ মিনিট পরই মিয়ামির ডিফেন্ডার অ্যালেনের ভুলের সুযোগ নিয়ে গোল করেন আল হামদান। শুরুতে ২ গোল করে এই প্রীতি ম্যাচকে জমিয়ে তুলেছিল আল হিলাল।
ম্যাচের ৩৪ মিনিটে মিয়ামির হয়ে প্রথমবারের মতো গোল করেন সুয়ারেজ। ফলে ব্যবধান হয় ২-১। সুয়ারেজের গোলের ১০ মিনিট পর আবার গোল হজম করে মিয়ামি। ফলে ব্যবধান বেড়ে দাঁড়ায় ৩-১।
বিরতির পর মাঠে ফিরেই গোল করেন মেসি। বক্সের ভেতরে ফাউল করায় পেনাল্টি পায় মিয়ামি। সেই পেনাল্টিকে গোলে পরিণত করেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকা। এর ১ মিনিট পর আবার গোল পায় মিয়ামি। ফলে ৩-৩ গোলে সমতায় ফেরে মিয়ামি। ম্যাচের ৮৮ মিনিটে গোল হজম করে রোমাঞ্চকর লড়াইয়ে হেরে মাঠ ছাড়ে মিয়ামি।