আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে বাড়ানো হলো জ্বালানি তেলের দাম। প্রতি লিটার পেট্রোল ও অকটেনের দাম লিটারে আড়াই টাকা এবং ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১ টাকা বাড়ানো হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) দিনগত রাত ১২টা থেকে এ দাম কার্যকর হবে।
চলতি বছরের মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধাতি চালু করেছে সরকার। সে হিসেবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করে গেজেট প্রকাশ করা হচ্ছে।
নতুন পদ্ধতি চালুর প্রথম দুই দফায় ঘোষিত প্রজ্ঞাপনে কমেছিল জ্বালানি তেলের দাম। এবার তৃতীয় দফায় মে মাসের জন্য ঘোষিত দামে পেট্রোল, অকটেন, ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানো হলো।
নতুন দামে প্রতি লিটার পেট্রোল কিনতে ১২৪ টাকা ৫০ পয়সা ও প্রতি লিটার অকটেন কিনতে গুনতে হবে ১২৮ টাকা ৫০ পয়সা।
এর আগে মার্চে অকটেনের দাম ১৩০ টাকা থেকে কমিয়ে ১২৬ টাকা আর পেট্রোলের দাম ১২৫ টাকা থেকে কমিয়ে ১২২ টাকা করা হয়েছিল।
এছাড়া প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১০৬ টাকা থেকে বেড়ে ১০৭ টাকা হয়েছে৷ ভেজাল প্রতিরোধে কেরোসিনের দাম ডিজেলের সমান রাখার কথা বলা হয়েছে৷ এর আগে মার্চ মাসে ঘোষিত এপ্রিলের জন্য ধার্য প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ২ টাকা ২৫ পয়সা কমানো হয়েছিল।
গত ২৯ ফেব্রুয়ারি জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণের সূত্র নির্ধারণ করে বিজ্ঞপ্তি তৈরি করে এ নতুন দাম প্রকাশ করা হয়েছে৷ এতে বলা হয়, দেশে ব্যবহৃত অকটেন ও পেট্রোল ব্যক্তিগত যানবাহনে অধিক পরিমাণে ব্যবহার করা হয়। তাই বাস্তবতার নিরিখে বিলাসদ্রব্য (লাক্সারি আইটেম) হিসেবে সব সময় ডিজেলের চেয়ে অকটেন ও পেট্রোলের দাম বেশি রাখা হয়।
এদিকে, মঙ্গলবার পৃথক একটি প্রজ্ঞাপনে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দাম প্রতি ইউনিটে ৭৫ পয়সা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। সরকারি ও বেসরকারি খাতে বিদ্যুৎকেন্দ্রে (আইপিপি ও রেন্টাল) প্রতি ইউনিট গ্যাসের নতুন দাম ১৫ টাকা ৫০ পয়সা আর ক্যাপটিভে (শিল্পে উৎপাদিত নিজস্ব বিদ্যুৎ) গ্যাসের নতুন দাম ৩১ টাকা ৫০ পয়সা নির্ধারিত হয়েছে৷
এনএস/এমকেআর/এএসএম
জ্বালানি তাজা-খবর
বিজ্ঞাপন
সর্বশেষ – অর্থনীতি
১
এলডিসি উত্তরণের পর রপ্তানি কমতে পারে সর্বোচ্চ ১৪ শতাংশ: এডিবি
২
পেট্রোল অকটেন ডিজেল ও কেরোসিনের দাম বাড়লো
৩
দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে অক্টোবরে অস্ট্রেলিয়ায় ‘বিজনেস এক্সপো’
৪
রাজস্ব আয় বৃদ্ধির জন্য অটোমেশনের বিকল্প নেই: অর্থ প্রতিমন্ত্রী
৫
বড় হচ্ছে ভুট্টার বাজার, কমছে আমদানিনির্ভরতা
অন্যান্য
আর্কাইভফটো গ্যালারিভিডিও গ্যালারিআমাদের কথাযোগাযোগপ্রাইভেসি পলিসি
GET THE APPAndroid App iPhone
ভারপ্রাপ্ত সম্পাদক: কে. এম. জিয়াউল হক
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | জাগোনিউজ২৪.কম,
একেসি প্রাইভেট লিমিটেডের একটি প্রতিষ্ঠান
আজহার কমফোর্ট কমপ্লেক্স (৫ম তলা), গ-১৩০/এ প্রগতি সরণি, মধ্যবাড্ডা, ঢাকা-১২১২
৮৮ ০২ ২২২২৬২৬৮৯, info@jagonews24.com
Icon
পেট্রোল অকটেন ডিজেল ও কেরোসিনের দাম বাড়লো
পেট্রোল অকটেন ডিজেল ও কেরোসিনের দাম বাড়লো
আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে বাড়ানো হলো জ্বালানি তেলের দাম। প্রতি লিটার পেট্রোল ও অকটেনের দাম লিটারে আড়াই টাকা এবং ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১ টাকা বাড়ানো হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) দিনগত রাত ১২টা থেকে এ দাম কার্যকর হবে।
চলতি বছরের মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধাতি চালু করেছে সরকার। সে হিসেবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করে গেজেট প্রকাশ করা হচ্ছে।
নতুন পদ্ধতি চালুর প্রথম দুই দফায় ঘোষিত প্রজ্ঞাপনে কমেছিল জ্বালানি তেলের দাম। এবার তৃতীয় দফায় মে মাসের জন্য ঘোষিত দামে পেট্রোল, অকটেন, ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানো হলো।
নতুন দামে প্রতি লিটার পেট্রোল কিনতে ১২৪ টাকা ৫০ পয়সা ও প্রতি লিটার অকটেন কিনতে গুনতে হবে ১২৮ টাকা ৫০ পয়সা।
এর আগে মার্চে অকটেনের দাম ১৩০ টাকা থেকে কমিয়ে ১২৬ টাকা আর পেট্রোলের দাম ১২৫ টাকা থেকে কমিয়ে ১২২ টাকা করা হয়েছিল।
এছাড়া প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১০৬ টাকা থেকে বেড়ে ১০৭ টাকা হয়েছে৷ ভেজাল প্রতিরোধে কেরোসিনের দাম ডিজেলের সমান রাখার কথা বলা হয়েছে৷ এর আগে মার্চ মাসে ঘোষিত এপ্রিলের জন্য ধার্য প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ২ টাকা ২৫ পয়সা কমানো হয়েছিল।
গত ২৯ ফেব্রুয়ারি জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণের সূত্র নির্ধারণ করে বিজ্ঞপ্তি তৈরি করে এ নতুন দাম প্রকাশ করা হয়েছে৷ এতে বলা হয়, দেশে ব্যবহৃত অকটেন ও পেট্রোল ব্যক্তিগত যানবাহনে অধিক পরিমাণে ব্যবহার করা হয়। তাই বাস্তবতার নিরিখে বিলাসদ্রব্য (লাক্সারি আইটেম) হিসেবে সব সময় ডিজেলের চেয়ে অকটেন ও পেট্রোলের দাম বেশি রাখা হয়।
এদিকে, মঙ্গলবার পৃথক একটি প্রজ্ঞাপনে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দাম প্রতি ইউনিটে ৭৫ পয়সা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। সরকারি ও বেসরকারি খাতে বিদ্যুৎকেন্দ্রে (আইপিপি ও রেন্টাল) প্রতি ইউনিট গ্যাসের নতুন দাম ১৫ টাকা ৫০ পয়সা আর ক্যাপটিভে (শিল্পে উৎপাদিত নিজস্ব বিদ্যুৎ) গ্যাসের নতুন দাম ৩১ টাকা ৫০ পয়সা নির্ধারিত হয়েছে৷