পারমাণবিক বোমারু বিমানে চড়ে কড়া বার্তা দিলেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক

  • শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় পরবর্তী ছয় বছরের জন্য ফের ভ্লাদিমির পুতিন প্রেসিডেন্ট পদে বিজয়ী হচ্ছেন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অত্যাধুনিক পারমাণবিক বোমা বহনে-সক্ষম কৌশলগত বোমারু বিমানে চড়েছেন।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) টিইউ-১৬০এম বিমানে এ ভ্রমণ করেন তিনি। বার্তা সংস্থা রয়টার্স এ খবর প্রকাশ করেছে।

ওই খবরে বলা হয়েছে, রাশিয়ার রাষ্ট্রীয় টিভিতে পুতিনকে বোমারু বিমানটির সিঁড়ি দিয়ে নামতে দেখা গেছে। রয়টার্স বলছে, পশ্চিমাদের এর মধ্য দিয়ে একটি সুস্পষ্ট বার্তা দিচ্ছেন ভ্লাদিমির পুতিন।

পুতিন জানান, বিমানটি বেশ নির্ভরযোগ্য। একইসঙ্গে নিয়ন্ত্রণ করাও বেশ সহজ।

আগামী মার্চ মাসে রুশ নির্বাচন হবার কথা রয়েছে। শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় পরবর্তী ছয় বছরের জন্য ফের ভ্লাদিমির পুতিন প্রেসিডেন্ট পদে বিজয়ী হচ্ছেন-এমনটা ধারণা করছেন সংশ্লিষ্টরা।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্র পেসকভ জানিয়েছেন, সামরিক গোপন পথে বিমানটিতে প্রায় ৩০ মিনিট ভ্রমণ করেছেন পুতিন। টিইউ-১৬০ এম বিমানে চারজন ক্রু রয়েছে। এটি ১২টি ক্রুজ ক্ষেপণাস্ত্র বা ১২টি স্বল্পপাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম। এছাড়া বিমানটি জ্বালানিবিহীন প্রায় ১২ হাজার কিলোমিটার একটানা উড্ডয়ন করতে পারে।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত