পাঁচ দিনে সুন্দরবন থেকে ৫৪ মৃত হরিণ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

  • আহত অবস্থায় উদ্ধার ১৭টি হরিণকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বনে অবমুক্ত করা হয়েছে

 

প্রবল ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে প্লাবিত হওয়ার পর এখন পর্যন্ত সুন্দরবন থেকে ৫৬টি প্রাণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৫৪টি হরিণ এবং দুটি শুকর।

বৃহস্পতিবার (৩০ মে) সুন্দরবন খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো জানান, গত পাঁচ দিনে (৩০ মে সকাল পর্যন্ত) গোটা সুন্দরবনের বিভিন্ন স্থানে এই মরদেহগুলো পাওয়া গেছে।

তিনি বলেন, “জলোচ্ছ্বাসের বানের সঙ্গে ভেসে যাওয়া ১৭টি হরিণ আহত অবস্থায় উদ্ধার করা হয়। এগুলোকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বনে অবমুক্ত করা হয়েছে।”

তিনি আরও বলেন, “রিমালের প্রভাবের দফায় দফায় উচ্চ জোয়ারে সুন্দরবনের সব নদী-খাল উপচে বনের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এই জোয়ারের উচ্চতা ছিল ১০ থেকে ১২ ফুট। জলোচ্ছ্বাসের ফলে সৃষ্ট জোয়ারের পানি সুন্দরবনের গহিনে বিস্তৃত হয়। এর ফলে হরিণগুলো ভেসে ওঠে, কিন্তু সাঁতরে কূলে উঠতে পারেনি। এ কারণে সেগুলো মারা যেতে পারে।”

মরদেহগুলো বনের বিভিন্ন পয়েন্টে মাটিচাপা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত