গোপনে পরমাণু অস্ত্র বানাচ্ছে ইরান—বরাবরই এমন অভিযোগ করে আসছে আমেরিকা। এবার এই অভিযোগে জাপানকেও যুক্ত করল তারা! মার্কিন প্রশাসন বলছে, ইরানের পারমাণবিক কার্যক্রমে সহায়তা করার চেষ্টা করছে জাপানের একটি মাফিয়া গ্রুপের সদস্য। এ কারণে টাকেসি এবিসাওয়া নামের ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগও আনা হয়েছে।
মার্কিন প্রশাসনের অভিযোগ, পরমাণু অস্ত্র বানানোর উপাদান ইউরেনিয়াম ও প্লুটোনিয়াম সরবরাহ করার চেষ্টা করেছেন ৬০ বছর বয়সী টাকেসি এবিসাওয়া। আর এসব উপাদান তিনি গোপনে ইরানে পাঠানোর চেষ্টা করেন বেশ কয়েকবার।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, টাকেসি এবিসাওয়া ও তাঁর থাইল্যান্ডের এক পার্টনারের বিরুদ্ধে এর আগে ২০২২ সালে অস্ত্র ও মাদক মামলার অভিযোগ আনা হয়। এ ছাড়া বিভিন্ন অভিযোগে টাকেসি এবিসাওয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
মার্কিন প্রশাসন বলছে, এবিসাওয়া বর্তমানে ব্রুকলিন কারাগারে রয়েছেন। তিনি জাপানি মাফিয়া গ্রুপ ইয়াকুজার শীর্ষ পদধারীর মধ্যে একজন। ইয়াকুজা মূলত শ্রীলঙ্কা, মিয়ানমার, থাইল্যান্ড ও আমেরিকায় অপরাধ কার্যক্রম চালায়।
টাকেসি এবিসাওয়ার ইউরেনিয়াম ও প্লুটোনিয়াম সরবরাহের ব্যাপারে মার্কিন বিচার বিভাগ বলছে, তিনি ও তাঁর এক সঙ্গী থাইল্যান্ডে এই কার্যক্রম চালাচ্ছিলেন। ওই সময় সেখানে ছদ্মবেশে মার্কিন ড্রাগ এনফোর্সমেন্ট এজেন্সির (ডিইএ) কর্মকর্তাও ছিলেন। ওই কর্মকর্তা ইরান সরকারের পক্ষে থেকে এসেছেন বলে জানান। তাঁর সঙ্গেই কথা বলছিলেন টাকেসি এবিসাওয়া।
মিয়ানমার থেকে এসেছিল এসব উপাদান। জব্দ করে মার্কিন প্রশাসনকে দেয় থাইল্যান্ড সরকার। এ ছাড়া টাকেসি এবিসাওয়ার বিরুদ্ধে মিয়ানমারের বিদ্রোহীদের অস্ত্র সরবরাহেরও অভিযোগ রয়েছে।
এ নিয়ে বুধবার মার্কিন অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল ম্যাথিউ জি ওল্ডেন এক বিবৃতিতে বলেন, এই চালান ঠিকাঠাকমতো হলে কি যে ক্ষতি হতো! এটি মার্কিন প্রশাসনের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াত।