পদত্যাগের তালিকা আরও লম্বা হবে জাপা’র

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টি থেকে ইতিমধ্যে ঢাকা মহানগর উত্তরের ১০টি থানার ৬৬৮ নেতাকর্মী পদত্যাগ করেছেন। এই তালিকা আরও লম্বা হবে বলে জানিয়েছেন নেতারা।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে বিকেলে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই গণ পদত্যাগের ঘোষণা দেন জাপার ঢাকা মহানগর উত্তরের সদ্য বহিষ্কৃত আহ্বায়ক শফিকুল ইসলাম সেন্টু।

জাপার বহিষ্কৃত প্রেসিডিয়াম মেম্বার সুনীল শুভ রায় বলেন, এই পদত্যাগের তালিকা আরও লম্বা হবে।

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুর বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ এনেছেন পদত্যাগকারীরা।

জাতীয় প্রেসক্লাবে এই গণপদত্যাগ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠান শুরুর আগে একে একে সাক্ষর করে পদত্যাগ করেন তারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম পাঠান। এতে আরও যোগ দেন বহিষ্কৃত ভাইস চেয়ারম্যান সিলেট ২ আসনের সাবেক সংসদ সদস্য ইয়াহ হিয়া চৌধুরী, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটির সদস্য শাহীন আরা সুলতানা রিমাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সভায় বলা হয়, পর্যায়ক্রমে আরও নেতা পদত্যাগ করবেন। সেইসঙ্গে জাতীয় পার্টি নতুন করে ব্রাকেটবন্দি করার ইঙ্গিত দেওয়া হয়। সভা শেষে নেতাকর্মীরা চেয়ারম্যান ও মহাসচিবের বিরুদ্ধে নানা স্লোগান দেন।

নির্বাচনের পর দলের চেয়ারম্যান ও মহাসচিবের বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্য, নির্বাচনে প্রার্থীদের সহযোগিতা না করাসহ বিভিন্ন অভিযোগ এনে সেন্টুসহ জাপার পরাজিত প্রার্থী বিশেষ বৈঠক ডেকে বক্তব্য দেন। এরপর সেন্টুকে দল থেকে বহিষ্কার করে উত্তরের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন জি এম কাদের। ইতোমধ্যে উত্তরের নতুন আহ্বায়ক কমিটিও দেওয়া হয়েছে। এর জেরে ৬৭১ জন নেতা দল থেকে পদত্যাগ করলেন বলে দলের একটি সূত্র জানিয়েছে।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত