প্রধানমন্ত্রী দেশের নির্বাচনের ইতিহাস তুলে ধরে বলেন, “আমরা জনগণের ভোটের অধিকার নিশ্চিত করেই নির্বাচন করেছি এবং বাংলাদেশের যদি আপনি পুরো নির্বাচনের ইতিহাসটা দেখেন, সেই পঁচাত্তর সালের পর থেকে যতগুলি নির্বাচন, ৭৭ সালের ‘হ্যাঁ/না’ ভোট থেকে নিয়ে যতগুলি নির্বাচন, প্রত্যেকটা নির্বাচনের যদি কেউ একটু ভালো করে তুলনা করে, তাহলে দেখবে যে, এই ২০২৪ সালের ৭ জানুয়ারির নির্বাচন প্রত্যেক নির্বানের তুলনায় সব থেকে বেশি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু এবং জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার নির্বাচনই হয়েছে, যেটা আমাদের লক্ষ্য ছিল।”
দেশের ইতিহাসে ১৯৭৫ সালের পর ২০২৪ সালের ৭ জানুয়ারির নির্বাচন সবচেয়ে সুষ্ঠু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
থাইল্যান্ডে সাম্প্রতিক সফর নিয়ে বৃহস্পতিবার গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
থাইল্যান্ডে ছয় দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী ২৯ এপ্রিল ব্যাংকক থেকে ঢাকায় ফেরেন।
সরকারপ্রধান দেশের নির্বাচনের ইতিহাস তুলে ধরে বলেন, “আমরা জনগণের ভোটের অধিকার নিশ্চিত করেই নির্বাচন করেছি এবং বাংলাদেশের যদি আপনি পুরো নির্বাচনের ইতিহাসটা দেখেন, সেই পঁচাত্তর সালের পর থেকে যতগুলি নির্বাচন, ৭৭ সালের ‘হ্যাঁ/না’ ভোট থেকে নিয়ে যতগুলি নির্বাচন, প্রত্যেকটা নির্বাচনের যদি কেউ একটু ভালো করে তুলনা করে, তাহলে দেখবে যে, এই ২০২৪ সালের ৭ জানুয়ারির নির্বাচন প্রত্যেক নির্বানের তুলনায় সব থেকে বেশি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু এবং জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার নির্বাচনই হয়েছে, যেটা আমাদের লক্ষ্য ছিল।
“দীর্ঘ সংগ্রাম করেছি এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আমরা। ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরাই করেছি আন্দোলন-সংগ্রাম। সেটা ভুললে কিন্তু চলবে না।”
বক্তব্যে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের গণহত্যা নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ফিলিস্তিনিদের বিষয়ে তো আমরা আগেই বললাম, সবসময় ফিলিস্তিনিদের পক্ষে আছি এবং আমি যেখানেই যাই, সেখানে আমার কথা আমি বলবই। কারণ যেভাবে গণহত্যা চলছে, এটা অমানবিক।’