চিত্রনায়িকা মাহিয়া মাহি নিজের নাম বদলে ফেলেছেন। গাজীপুরের ছাত্রনেতা রাকিব সরকারকে বিয়ের পর নিজের নাম রেখেছিলেন মাহিয়া মাহি সরকার। কদিন আগে বিবাহ বিচ্ছদের ঘোষণার পর নিজের নাম বদলে ফেললেন।
মাহিয়া মাহি ভিডিও বার্তায় বলেন, ‘আমরা দুজন মিলেই এমন সিদ্ধান্ত নিয়েছি। আমাদের মধ্যে কিছু বিষয় নিয়ে সমস্যা রয়েছে। তবে রাকিব খুব ভালো মানুষ। তাকে আমি সম্মান করি। অনেক কেয়ারিং সে। খুব দ্রুতই আমরা আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদে যাচ্ছি। কবে আর কীভাবে হবে সেটাও দুজন মিলেই ঠিক করব।’
১০ বছরের প্রেমের পরে বিয়ে করছেন তাপসী পান্নু১০ বছরের প্রেমের পরে বিয়ে করছেন তাপসী পান্নু
তিনি আরও বলেন, ‘আপনারা আমার ছেলে ফারিশের জন্য দোয়া করবেন। যেন ওকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি।’
রাকিব সরকরকে বিয়ের পর মাহি নিজের নামের শেষাংশে সরকার যুক্ত করেন। কিন্তু গতকাল থেকে তার স্বামীর নামের পদবীটি আর দেখা যাচ্ছে না।নিজের নাম থেকে সরকার মুছে ফেললেন। এখন মাহিয়া মাহি সরকার নামটি আর থাকছে না।
মাহিয়া মাহি ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর রাকিব সরকারকে বিয়ে করেন। এর আগে, ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন তিনি।