মরক্কো ওয়ার্ল্ড নিউজ জানিয়েছে, পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, পারিবারিক বিরোধের জেরে এ হামলা করা হয়েছে। সন্দেহভাজন ওই ব্যক্তি মসজিদের ভেতরে থাকা নির্দিষ্ট পরিবারের সদস্যদের লক্ষ্য করে আগুন দিয়েছেন বলে স্বীকার করেছেন।
নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কানো রাজ্যের একটি মসজিদে এক ব্যক্তির হামলায় অন্তত ১১ জন মুসল্লি নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আহত হয়েছেন অনেকে।
ওই ব্যক্তি মসজিদে পেট্রোল ছিটিয়ে আগুন লাগানোর আগে দরজা বন্ধ করে দেয় বলে বিবিসির বৃহস্পতিবারের প্রতিবেদনে জানানো হয়।
ফজরের নামাজের সময় এ ঘটনা ঘটে। ওই সময় ভেতরে প্রায় ৪০ জন মুসল্লি ছিলেন। বিস্ফোরণের শব্দ শুনে প্রতিবেশীরা ভেতরে আটকে পড়াদের সাহায্য করতে ছুটে যায়।
এ ঘটনায় শফিউ আবুবকর নামে ৩৮ বছর বয়সী একজনকে সন্দেহভাজন অগ্নিসংযোগকারী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
মরক্কো ওয়ার্ল্ড নিউজ জানিয়েছে, পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, পারিবারিক বিরোধের জেরে এ হামলা করা হয়েছে। সন্দেহভাজন ওই ব্যক্তি মসজিদের ভেতরে থাকা নির্দিষ্ট পরিবারের সদস্যদের লক্ষ্য করে আগুন দিয়েছেন বলে স্বীকার করেছেন।
কানো ফায়ার সার্ভিসের ভাষ্য, অগ্নিকাণ্ড শুরুর সঙ্গে সঙ্গে তাদের ডাকা হয়নি। যদি আগে সতর্ক করা যেত, তবে তারা পরিস্থিতি আরও দ্রুত নিয়ন্ত্রণে আনতে পারতেন।