নয়াপল্টন জনসমুদ্র, বিএনপির সমাবেশ শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সমাবেশ শুরু হয়েছে। বুধবার (৭ আগস্ট) দুপুর ২টা ৪০ মিনিটে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়।

সরেজমিনে দেখা যায়, এরই মধ্যে রাজধানীর নয়াপল্টনে মাথায় জাতীয় পতাকা বেঁধে, হাতে জাতীয় ও দলীয় পতাকা নিয়ে বিএনপি নেতাকর্মীদের ঢল নেমেছে। রাজধানীর বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে এখনো আসছেন তারা। নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে প্রকম্পিত পুরো নয়াপল্টন।

শেখ হাসিনা সরকারের পতনের আগে বিএনপির নেতাকর্মীরা সমাবেশ করতে যেমন বাধা-হয়রানির শিকার হতেন, আজ সেগুলোর কিছুতে ভুগতে হয়নি তাদের। এ ছাড়া নয়াপল্টন ও এর আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও দেখা যায়নি।

সমাবেশ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ ছাড়া দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্র নেতারা বক্তব্য রাখবেন।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত