দুর্বল হয়ে ‘রিমাল’ গভীর নিম্নচাপে পরিণত

স্টাফ রিপোর্টার, ঢাকা

  • চার সমুদ্রবন্দরকে আগের মহাবিপৎসংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে

 

বাংলাদেশের উপকূলে আঘাত হানা প্রবল ঘূর্ণিঝড় রিমাল দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। চার সমুদ্রবন্দরকে আগের মহাবিপৎসংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

সোমবার (২৭ মে) বেলা ১১টার দিকে আবহাওয়া অধিদপ্তরের ১৯ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান বলেছেন, “রিমাল এখন স্থল গভীর নিম্নচাপ হিসেবে যশোর ও এর কাছাকাছি এলাকায় আছে। এটি আরও উত্তর-পূর্ব দিকে এগিয়ে যাবে। আর আরও বৃষ্টি ঝরিয়ে স্থল নিম্নচাপে পরিণত হবে। ঘূর্ণিঝড় আঘাত হানার পর গতকাল রাতে খেপুপাড়ায় বাতাসের সর্বোচ্চ গতি রেকর্ড করা হয় ১১১ কিলোমিটার।”

আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, রবিবার সন্ধ্যা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয় কক্সবাজারের কুতুবদিয়ায়, ১১১ মিলিমিটার। সোমবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীতে বৃষ্টি হয়েছে ৯ মিলিমিটার।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত