- টাইগার অধিনায়কের মতে, দলের দক্ষতায় কোনো ঘাটতি নেই
যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে ছয় রানে হেরেছে বাংলাদেশ। স্বাগতিকদের দেওয়া ১৪৫ রান তুলতে ব্যর্থ নাজমুল শান্ত-সাকিবরা। শান্ত ৩৪ বলে ৩৬, হৃদয় তৌহিদ ২১ বলে ২৫ ও সাকিব ২৩ বলে ৩০ রান নিয়েছেন। তবে স্লগে মাহমুদউল্লাহ, জাকের আলীর ব্যর্থতায় হারতে হয় বাংলাদেশকে।
দলের অধিনায়ক নাজমুল শান্তের মতে, দলের দক্ষতায় কোনো সমস্যা নেই। তারা আসলে মানসিক সমস্যায় ভুগছেন।
তিনি বলেন, ‘‘খুবই হতাশ। আমরা মাঝের ওভারে দ্রুত কিছু উইকেট হারিয়ে ফেলেছি। যে কারণে ম্যাচটা আমাদের হারতে হয়েছে। আমরা ভালো খেলতে পারিনি। তবে পরের ম্যাচে ভালো পরিকল্পনা নিয়ে আমাদের ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে। আমাদের মানসিকতায় পরিবর্তন আনতে হবে, দক্ষতায় কোনো সমস্যা নেই।’’
এদিকে, বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিতে আত্মবিশ্বাস জন্মেছে যুক্তরাষ্ট্রের খেলোয়াড়দের মনে। দলটির অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল বলেন, ‘‘আমরা ১০ রান কম করেছিলাম। বোলাররা লড়াইয়ের অসাধারণ মানসিকতা দেখিয়েছে। পাওয়ার প্লে এবং শেষ ৫ ওভারে তারা যেভাবে বোলিং করেছে গর্ব করার মতো। বিশ্বকাপে এই জয় আত্মবিশ্বাস দেবে।’’