তামিম ইস্যুতে সুজন: শর্ত দিয়ে খেলবে এটা কেমন দেখায়

স্পোর্টস ডেস্ক

  • নিজের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নিয়ে তামিম ইকবাল বলেছিলেন, আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে হলে অনেক কিছু ঠিক হতে হবে।

 

জাতীয় দলে ফেরা নিয়ে তামিম ইকবাল বলেছেন, ‘অনেক কিছু ঠিক’ হতে হবে। তবে তার এই মন্তব্যের বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও গেম ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন বলেছেন, শর্ত দিয়ে খেলা এটা কেমন দেখায়!

সোমবার (১১ মার্চ) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পারটেক্সের বিপক্ষে প্রিমিয়ার লিগে আবাহনীর ম্যাচের পর সংবাদ সম্মেলনে এ কথা বলেন সুজন।

বিপিএল ফাইনালের পর সংবাদ সম্মেলনে এসে নিজের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নিয়ে তামিম ইকবাল বলেছিলেন, “আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে হলে অনেক কিছু ঠিক হতে হবে।”

সংবাদমাধ্যমে ছড়ায়, তামিমের প্রধান শর্ত, “তিনি প্রধান কোচ হিসেবে চন্ডিকা হাথুরুসিংহের অধীনে খেলতে প্রস্তুত নন।”

২০২৩ সালের জুনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়ে ক্রিকেট অঙ্গনে নাড়া দিয়েছিলেন তামিম। বাঁ-হাতি ব্যাটার অবশ্য পরের দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পর তার সিদ্ধান্ত ফিরিয়ে নেন। তবে ২০২৩ সালের আইসিসি বিশ্বকাপ দলে ছিলেন না তামিম। এরপর থেকে পুরো বিষয়টি একটি ধোঁয়াশার মধ্যে রয়েছে।

২০২৩ সালের আইসিসি বিশ্বকাপে বাংলাদেশের টিম ডিরেক্টর সুজন বলেন, “অনেকেই চায় তামিম জাতীয় দলে ফিরে আসুক, তবে পরিস্থিতির ভিত্তিতে ফিরে আসা ঠিক হবে না।”

তিনি বলেন, “দেখুন, তামিমের অভিজ্ঞতা নিয়ে, পারফরম্যান্স নিয়ে কারও তো কোনো কথা নেই। মিডিয়ায় আমিও শুনি। তামিমের সঙ্গে আমার কথা হচ্ছে অনেক দিন ধরে। এবারের বিপিএলে তামিমের সঙ্গে আমার শুধু হাত মেলানো হয়েছে খেলা শেষে। ওইভাবে বসে কথা হয়নি। আমি বলতে পারব না ও কী চাচ্ছে, কী চাচ্ছে না। যেহেতু ও বিশেষভাবে প্রেসিডেন্ট স্যারের সঙ্গেই বসতে চাচ্ছে, এখানে আমার কথা না বলাই ভালো।”

তিনি আরও বলেন, “কথা বলুক, কেন খেলতে চাচ্ছে না, কী হলে খেলবে, এটা ওর প্রেসিডেন্ট স্যারকে পরিষ্কার করাটাই ভালো। এটার মধ্যে আমাদের থার্ড পারসন না যাওয়াটাই ভালো। আমরা সবাই চাই, তামিম ফিরে আসুক। খেলতে চাইলে অবশ্যই খেলবে। কিন্তু শর্ত দিয়ে খেলবে, এই কথাটা শুনতে যেন কেমন শোনায়। আমি জাতীয় দলের হয়ে খেলব। দেশ, জাতীয় দল-এসব অনেক আগে, অনেক ঊর্ধ্বে। এখানে আসলে শর্ত থাকবে কী থাকবে না, এই কথাটা শুনতেই খারাপ দেখায়।”

তামিম ইস্যু এখন টানাটানি হচ্ছে বলে অভিমত প্রকাশ করেছেন মাহমুদ।

“তামিম এত বছর দলকে সেবা দিয়েছেন, দলের তাকে দরকার। টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকরা যদি মনে করেন, তামিমকে তাদের প্রয়োজন, তাহলে প্রয়োজন আছে। কিন্তু কন্ডিশনের ওপর ভিত্তি করে খেলা একজন খেলোয়াড়ের পক্ষে কতটা যৌক্তিক তা বলতে পারব না,” বলেন সুজন।

এ সপ্তাহের শুরুতে, বিসিবি সভাপতি নাজমুল হাসান দলে তামিমের প্রয়োজনীয়তার বিষয়ে একটি স্পষ্ট বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, “বিষয়টি নিয়ে জাতীয় দলের প্রধান কোচ হাথুরুসিংহের সাথে পরামর্শ করার দরকার নেই।”

পাপন বলেন, “তামিম যদি খেলতে চায় অবশ্যই খেলবে। এ ব্যাপারে আবার কোচকে জিজ্ঞেস করার কি আছে? কয়েকটা জিনিস আমি বলে রাখি। দল নির্বাচন চূড়ান্ত করা, যেটা বোর্ডের একটা কমিটি আছে, এটার দায়িত্ব ওদের। কে দলে থাকবে তারা ঠিক করবে। একাদশে কারা থাকবে সেটা আবার তারা ঠিক করে না। সেটা মূলত অধিনায়ক, সঙ্গে কোচেরও বড় মতামত থাকে।”

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত