টি-টোয়েন্টির ১০ হাজারে গেইলকে টপকে দ্রুততম বাবর

স্পোর্টস ডেস্ক

টি-টোয়েন্টির ১০ হাজারে গেইলকে টপকে দ্রুততম
টি-টোয়েন্টিতে আজ ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন।

ক্রিস গেইলকে টপকে টি-টোয়েন্টিতে দ্রুততম ১০ হাজার রানের রেকর্ড গড়েছেন বাবর আজম। পিএসএলে আজ করাচি কিংসের বিপক্ষে ৫১ বলে ৭২ রানের ইনিংস খেলার পথে এ মাইলফলকে পৌঁছান পাকিস্তানের সাবেক অধিনায়ক।

সব মিলিয়ে টি-টোয়েন্টিতে ১৩তম ব্যাটসম্যান হিসেবে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন বাবর। এ ক্ষেত্রে শোয়েব মালিকের পর দ্বিতীয় পাকিস্তানি তিনি।

২০১২ সালে পাকিস্তান টি-টোয়েন্টি কাপে লাহোরের হয়ে ফয়সালাবাদের বিপক্ষে এ সংস্করণে অভিষেক হয়েছিল বাবরের। প্রথম ম্যাচে অবশ্য ব্যাটিংয়ের সুযোগই পাননি। ২৭১তম ইনিংসে এসে ১০ হাজার রানের মাইলফলক ছুঁয়ে ফেললেন তিনি। গেইলের লেগেছিল ২৮৫ ইনিংস।

টি-টোয়েন্টিতে ১০ হাজার রানে দ্রুততম

ব্যাটসম্যান|ইনিংস|সময়

বাবর আজম ২৭১ ১১ বছর ৮২ দিন
ক্রিস গেইল ২৮৫ ১১ বছর ২১৫ দিন
বিরাট কোহলি ২৯৯ ১৪ বছর ১৭৬ দিন
ডেভিড ওয়ার্নার ৩০৩ ১৪ বছর ১১৩ দিন
অ্যারন ফিঞ্চ ৩৩২ ১২ বছর ৩৫৪ দিন
জস বাটলার ৩৫০ ১৩ বছর ২৪৮ দিন
সময়ের হিসাবেও বাবরই দ্রুততম। তাঁর লেগেছে ১১ বছর ৮২ দিন। দুইয়ে থাকা গেইলের লেগেছিল ১১ বছর ২১৫ দিন।

টি–টোয়েন্টিতে ১০ হাজার রান ছুঁতে আজ বাবরের দরকার ছিল মাত্র ৬ রান। দ্বিতীয় ওভারে মির হামজার বলে ২ রান নিয়ে মাইলফলক পূর্ণ করেন পেশোয়ার জালমির হয়ে ইনিংস ওপেন করতে আসা বাবর। পিএসএলের প্রথম ২ ম্যাচেই ফিফটির দেখা পেলেন তিনি। যদিও আগের ম্যাচে কোয়েটা গ্ল্যাডিয়েটরসের সঙ্গে ৪২ বলে ৬৮ রানের পর আজকের ইনিংসটিও বৃথা গেছে তাঁর। পেশোয়ার হেরেছে দুটি ম্যাচই।

টি-টোয়েন্টিতে ১০ হাজার রানের ক্লাব

ব্যাটসম্যান ইনিংস রান গড় স্ট্রাইক রেট
ক্রিস গেইল ৪৫৫ ১৪৫৬২ ৩৬.২২ ১৪৪.৭৫
শোয়েব মালিক ৫৩৪ ১৩১৮৮ ৩৬.৫৩ ১২৭.৮১
কাইরন পোলার্ড ৬৫৩ ১২৭৩৮ ৩১.৪৫ ১৫০.৯৯
অ্যালেক্স হেলস ৪৪১ ১২২০৯ ২৯.৯৯ ১৪৬.৫৩
ডেভিড ওয়ার্নার ৩৬৯ ১২০৬৫ ৩৭.১২ ১৪০.১৭
বিরাট কোহলি ৩৫৯ ১১৯৯৪ ৪১.২১ ১৩৩.৪২
অ্যারন ফিঞ্চ ৩৮০ ১১৪৫৮ ৩৩.৬ ১৩৮.১৬
রোহিত শর্মা ৪১৩ ১১১৫৬ ৩০.৭৩ ১৩৩.৮২
জস বাটলার ৪০৩ ১১১৪৬ ৩৪.৬১ ১৪৪.৬৯
কলিন মানরো ৪২০ ১০৬৪৮ ৩০.২৫ ১৪১.০৫
জেমস ভিন্স ৩৭৩ ১০২৮০ ৩১.৮২ ১৩৫.১২
বাবর আজম ২৭১ ১০০৬৬ ৪৩.৯৫ ১২৮.৯০
ডেভিড মিলার ৪২৩ ১০০১৯ ৩৫.২৭ ১৩৮.২১

টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১২৮.৯০ স্ট্রাইক রেট ও ৪৩.৯৫ গড়ে ব্যাটিং করেছেন বাবর। কমপক্ষে ১০ হাজার রান করা ব্যাটসম্যানদের মধ্যে স্ট্রাইক রেটে শুধু শোয়েব মালিকের ওপরে তিনি। তবে ব্যাটিং গড়ের দিক দিয়ে এখানে সবার ওপরে তিনি।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত