টি-টোয়েন্টিতে ছয় বলে ছয় ছক্কা নেপালের ক্রিকেটারের

স্পোর্টস ডেস্ক

  • টি-টোয়েন্টিতে চতুর্থবারের মত ছয় বলে ছয় ছক্কা মারার ঘটনা ঘটলো

 

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ছয় বলে ছয় ছক্কা মারার রেকর্ড গড়েছেন নেপালের ব্যাটসম্যান দীপেন্দ্র সিং ঐরি। যুবরাজ সিং ও কাইরন পোলার্ডের পর তৃতীয় ক্রিকেটার হিসেবে এ রেকর্ড গড়েন তিনি।

তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে চতুর্থবারের মত ছয় বলে ছয় ছক্কা মারার ঘটনা ঘটলো।

ওমানের মাসকাটে কাতারের বিপক্ষে এসিসি প্রিমিয়ার কাপের ম্যাচে আগে ব্যাট করা নেপালের ইনিংসে এই কীর্তি গড়েন দীপেন্দ্র সিং, বোলার ছিলেন কামরান খান।

শেষ ওভারের সবগুলো বলেই ছক্কা মারেন দীপেন্দ্র। তার ২১ বলে ৩টি চার ও ৭টি ছক্কায় সাজানো ৬৪ রানের অনবদ্য ইনিংসের সুবাদে ২০ ওভারে ৭ উইকেটে ২১০ রান করে নেপাল।

জবাবে ৯ উইকেটে ১৭৮ রান করে কাতার। ম্যাচটি ৩২ রানে জিতে নেয় নেপাল।

টি-টোয়েন্টিতে ছয় বলে ছয় ছক্কা মারার কীর্তি প্রথম করেছিলেন ভারতের যুবরাজ সিং। ২০০৭ সালের বিশ্বকাপে ডারবানে ইংল্যান্ডের সাবেক পেসার স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ছয় ছক্কা মারেন যুবরাজ।

এরপর ২০২১ সালে অ্যান্টিগাতে শ্রীলংকার স্পিনার আকিলা ধনাঞ্জয়ার এক ওভারে ছয় ছক্কা হাঁকান পোলার্ড।

যুবরাজ ও পোলার্ডের পর তৃতীয় ব্যাটার হিসেবে এক ওভারে ছয় ছক্কার কীর্তি গড়েন দীপেন্দ্র। গত বছর এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিপক্ষে দুই ওভার মিলিয়ে টানা ছয় বলে ছয় ছক্কা মেরেছিলেন তিনি। সেটিও রেকর্ড বইয়ে জায়গা করে নিয়েছে। এবার চতুর্থ ঘটনার জন্মও দিলেন দীপেন্দ্র।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত