টানা তিন দিন বৃষ্টি হতে পারে যেসব জেলায়

অনলাইন ডেস্ক

আগামী তিনদিন দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে। এ সময় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। যেসব জেলায় মৃদু বা মাঝারি শৈত্যপ্রবাহ বইছে তা আরো প্রশমিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় সংস্থাটি।

অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত ওই পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ফরিদপুর অঞ্চলসহ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি/গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

এ সময়ে সারা দেশে রাতের তাপমাত্রা (১-৩) ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। তবে দিনের তাপমাত্রা সামান্য কমবে। মৌলভীবাজার, বরিশাল, ভোলা ও কুমিল্লা জেলাসহ ঢাকা, রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তা কিছু জায়গায় মৃদু শৈত্যপ্রবাহ হিসেবে অব্যাহত থাকতে পারে এবং কিছু জায়গায় হতে প্রশমিত হতে পারে।

কবে থেকে বন্ধ অবৈধ মোবাইল, জানালেন মন্ত্রীকবে থেকে বন্ধ অবৈধ মোবাইল, জানালেন মন্ত্রী
পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসেও বৃষ্টির সম্ভবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি/গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।

২৫ জানুয়ারি সন্ধ্যা ৬টা থেকে ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি/গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে আবহাওয়ার ওই পূর্বাভাসে বলা হয়েছে।

এ ছাড়া কুয়াশার বিষয়ে পূর্বাভাসে বলা হয়েছে, এই তিন দিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীন নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে বিঘ্ন ঘটতে পারে।

পরবর্তী পাঁচদিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে রাতের তাপমাত্রা কমতে পেতে পারে।

আজ মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গা জেলায়। সেখানে ৬.৬ ড্রিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। আর সর্বোচ্চ ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল কক্সবাজারের টেকনাফে।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত