বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আমাদের জনগণকে আস্থায় রাখতে হবে, জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে হবে। জনগণের কথায় উঠতে, বসতে ও চলতে হবে। রাজনীতির মূল কথা হচ্ছে জনগণের আস্থা অর্জন।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির ৩১ দফা। আর তা বাস্তবায়নে দরকার একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা। এজন্য তৃণমূলের প্রতিটি নেতাকর্মীকে বিএনপির একজন প্রতিনিধি হয়ে সাধারণ মানুষের কাছে এগুলো তুলে ধরতে হবে।
রাষ্ট্র-কাঠামো গঠনে বিএনপির ৩১ দফা নিয়ে শনিবার দিনব্যাপী আয়োজিত ফরিদপুর বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।
বিএনপির দ্বিতীয় এই শীর্ষ নেতা লন্ডন থেকে বিকেল ৪টা ৩ মিনিটে কর্মশালায় ভার্চুয়ালি যোগ দেন। দেড় ঘণ্টারও বেশি সময় সভায় যুক্ত থেকে তিনি ৩১ দফা বাস্তবায়নে উপস্থিত নেতাকর্মীদের মতামত ও প্রশ্নের জবাব দেন।
তারেক রহমান বলেন, ‘পরিবর্তিত পরিস্থিতিতে বিভিন্ন শ্রেণি-পেশা থেকে সংস্কারের যেসব প্রস্তাব আসছে তার প্রায় সবই বিএনপি ঘোষিত এই ৩১ দফার মধ্যে রয়েছে। হয়তো শব্দ বা বাক্যচয়নে কিছু হেরফের রয়েছে।’
তিনি বলেন, ‘বিএনপির একার আন্দোলনে স্বৈরাচার পালিয়ে যায়নি। সব দল কাজ করেছে। সব মানুষ একত্র হয়েছিল বলেই স্বৈরাচার বিদায় নিয়েছে।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আমাদের জনগণকে আস্থায় রাখতে হবে, জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে হবে। জনগণের কথায় উঠতে, বসতে ও চলতে হবে।
‘রাজনীতির মূল কথা হচ্ছে জনগণের আস্থা অর্জন। জনগণের আস্থা ধরে রাখতে যে যে কৌশল আছে তা আমাদের করে যেতে হবে।’
এর আগে শনিবার সকাল সাড়ে ১০টায় ফরিদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ বিষয়ক এই বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। এতে বৃহত্তর ফরিদপুরের পাঁচটি জেলার নেতাকর্মীরা অংশ নেন।
বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদি আমীন, বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক, সেলিমুজ্জামান সেলিম, কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার, সহ-ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলীসহ অনেকে।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া, বিএনপি নেত্রী হেলেন জেরিন খান, মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ কর্মশালায় উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, গত ১৫ বছর দেশের সব সেক্টরকে ধ্বংস করে গেছে ফ্যাসিস্ট সরকার। সেই অবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে দেশের সব শ্রেণির প্রতিনিধিদের সঙ্গে আলাোচনা করে বিএনপির পক্ষ থেকে রাষ্ট্র সংস্কারের জন্য ৩১ দফা প্রণয়ন করা হয়েছে। সাধারণ মানুষকে এই ৩১ দফার সঙ্গে সম্পৃক্ত করাই আমাদের উদ্দেশ্য।