গত ১ মার্চ থেকে শুরু হয়েছে এশিয়ার শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত এবং তার বাগদত্তা রাধিকা মার্চেন্টের বিয়ের প্রাক-অনুষ্ঠান। ভারতের গুজরাটের জামনগরে চলমান এই রাজকীয় উৎসব শেষ হচ্ছে আজ রবিবার (০৩ মার্চ)। আর এই আয়োজনেই ছেলের কথা শুনে কান্নায় ভেঙে পড়লেন মুকেশ।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, জামনগরে বিয়ের প্রাক-অনুষ্ঠান চলাকালীন অনন্ত এবং রাধিকা মঞ্চে উঠে অতিথিদের সামনে কথা বলেন। সেই কথা শুনেই কেঁদে ফেলেন মুকেশ। আসলে বক্তব্যে নিজের স্বাস্থ্যগত সমস্যার বিষয় তুলে ধরেছিলেন অনন্ত।
তিনি বলেন, আমার পরিবার সবসময় চেষ্টা করেছে যাতে আমার জীবন আলাদা হয়। কিন্তু আমার জীবন পুরোপুরি গোলাপের বিছানা ছিল না। আমি কাঁটার যন্ত্রণাও পেয়েছি। আমি শৈশব থেকে অনেক স্বাস্থ্যগত সমস্যার সম্মুখীন হয়েছি। তবে আমার বাবা-মা আমাকে কখনো কষ্ট পেতে দেননি। সবসময় আমার পাশে ছিলেন। বলেছেন, আমি যদি কিছু ভাবতে পারি, তবে আমি সেটা করতেও পারব। আমার কাছে এটাই আমার বাবা-মায়ের পরিচয়। তাদের প্রতি কৃতজ্ঞ।
এই সময় স্ক্রিনে দেখা যায়, ছেলের স্বাস্থ্য সমস্যার কথা শুনে আবেগে কেঁদে ফেলছেন বাবা মুকেশ। আসলে সেই সময় তিনি তো আর এশিয়ার শীর্ষ ধনী নন, নেহাতই একজন বাবা। একটু পরেই ছেলের কথা শুনে হাততালি দিতে শুরু করেন তিনি। অনন্তর এই আন্তরিক বক্তব্য উপস্থিত অতিথিদের মোহিত করেছে।
পরিবারের সবাইকে ধন্যবাদ জানিয়ে অনন্ত বলেন, বিয়ের প্রাক-অনুষ্ঠান সফল করার লক্ষ্যে তার পরিবারের সদস্যরা গত কয়েক মাস ধরে দিনে তিন ঘণ্টারও কম ঘুমিয়েছে। এ সময় তিনি বাগদত্তা রাধিকাকে পেয়ে তিনি নিজেকে ভাগ্যবান মনে করছেন বলে উল্লেখ করেন।