বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘আপনারা নিশ্চিত থাকতে পারেন যে, আমাদের চিনি যে পরিমাণ মজুত, চিনির কোনো সংকট হওয়ার সম্ভাবনা নাই। মিল গেটের রেট (দর) এক টাকাও বাড়বে না রমজানের আগে।’
রমজানের আগে চিনির মিল গেটের দাম এক টাকাও বাড়বে না বলে আশ্বস্ত করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
রমজানকে সামনে রেখে বৃহস্পতিবার রাজধানীতে ট্রেডিং করপোরেশন অফ বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তিনি এ আশ্বাস দেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘আপনারা নিশ্চিত থাকতে পারেন যে, আমাদের চিনি যে পরিমাণ মজুত, চিনির কোনো সংকট হওয়ার সম্ভাবনা নাই। মিল গেটের রেট (দর) এক টাকাও বাড়বে না রমজানের আগে।’
চিনির মূল্য সমন্বয় করে বুধবার ১০০ টাকা নির্ধারণ করার বিষয়ে এক দিন পর বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘কালকে আমাদের যে চিনির দাম নিয়ে ইয়ে হয়েছে, সেটার জন্য। এটা আমাদের নিজস্ব একটা ত্রুটি হয়েছে। সে জন্য আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। ভবিষ্যতে আমরা আরও সাবধান থাকব, যাতে আমাদের এই ছোটখাটো ব্যাপারগুলি বড় আকারে না হয়।’
চিনির সংকট থাকবে না জানিয়ে টিটু বলেন, ‘কয়েক দিন আগে চিনির একটা গুদামে আগুন লেগেছিল। সেটাও আমরা সবগুলি মিলের সাথে কথা বলেছি। আপনারা নিশ্চিত থাকতে পারেন যে, আমাদের চিনি যে পরিমাণ মজুত, বিভিন্ন মিলে এবং আমদানিকারকের কাছে আছে, চিনির কোনো সংকট হওয়ার কোনো সম্ভাবনা নাই।
‘আপনাদের মাধ্যমে এটাও আমি আহ্বান জানাব সকল মিল মালিকগণকে, অনেকগুলি পেপারে আমি দেখেছি, দুই-এক জায়গায় বাজারে কেউ (চিনির দাম) বাড়ানোর চেষ্টা করছে। কেউ যেন এ ধরনের অসাধু চেষ্টা না করে।’