চবিতে তিন দিন ধরে নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক

* দুই পক্ষের অন্তত ২৭ জন আহত হয়েছেন

ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলের জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) টানা তিন দিন ধরে দফায় দফায় সংঘর্ষ চলছে। চবি ছাত্রলীগের এই দুটি পক্ষ সিএফসি এবং সিক্সটি নাইন নামে পরিচিত।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে সংঘর্ষে জড়ান দুই পক্ষের সদস্যরা। এদিন সিএফসি গ্রুপ শাহ আমানত হলের সামনে অবস্থান নিলে শাহজালাল হলের সামনে থেকে ইট-পাটকেল ছুড়তে থাকে সিক্সটি নাইন।

এই দুই পক্ষের সদস্যরা নিজেদের যথাক্রমে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং সাবেক সিটি মেয়র আ জ ম নাছিরের অনুসারী বলে পরিচয় দেয়। এর আগে বৃহস্পতিবার তাদের ব্যাপক সংঘর্ষে ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এতে দুই পক্ষের অন্তত ২৭ জন আহত হয়েছেন। ১৪ ফেব্রুয়ারি রাতে সিক্সটি নাইন গ্রুপের সঙ্গে দলের আরেক প্রতিপক্ষ বিজয় গ্রুপের সংঘর্ষ হয়।

চবি প্রক্টর ড. মোহাম্মদ নুরুল আজিম সিকদার বলেন, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি। পুলিশকে টিয়ারশেল ছুড়তে বলা হয়েছে। তবে বাহিনীটি শিক্ষার্থীদের কথা ভেবে এতে সায় দেয়নি।

সংঘর্ষে জড়িত শিক্ষার্থীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় আইনি ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রক্টর।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত