চট্টগ্রামে বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ১১ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল থেকে রাত পর্যন্ত কোতোয়ালী থানাধীন বিভিন্ন হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
শুক্রবার (২৯ মার্চ) সন্ধ্যায় কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়েদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কোতোয়ালী থানার স্টেশন রোডের বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় ১১ জনকে আটক করা হয়েছে।
ওসি আরও বলেন, পবিত্র রমজানের পবিত্রতা রক্ষার্থে আমরা এ অভিযান পরিচালনা করছি। প্রতিদিনই আমাদের অভিযান চলমান রয়েছে। আমরা চাচ্ছি অসামাজিক কার্যকলাপ থেকে মানুষকে দূরে রাখতে।
আটকদের বিরুদ্ধে সিএমপির কোতোয়ালী থানার নন-এফআইআর (প্রসিকিউশন) দাখিল করা হয়েছে বলেও জানান ওসি।