চট্টগ্রামের আনোয়ারায় বাবার মরদেহ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষা দিয়েছে রিফা আক্তার নামে এক পরীক্ষার্থী।
আজ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বটতলী শাহ মোহছেন আউলিয়া (রহ.) উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেয় সে। এর আগে, বুধবার রাত পৌনে ১২টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন পরীক্ষার্থীর বাবা আহমদ নবী (৪৫)। এদিন রাত সাড়ে ১২টার দিকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
রিফা উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ পরুয়াপাড়া গ্রামের আহমদ নবীর মেয়ে। সে উপজেলার রায়পুর ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তিন ভাই এক বোনের মধ্যে সবার বড় রিফা। ছোটভাই আহমদ হোসেন অষ্টম শ্রেণিতে ও সাজ্জাদ হোসেন পঞ্চম শ্রেণিতে পড়ে।
রিফাকে পরীক্ষাকেন্দ্রে নিয়ে আসা স্থানীয় ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম জানান, রাতে তার বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। বৃহস্পতিবার বেলা ১১টায় দাফন হবে। মৃত্যুশোকে কাতর রিফা আক্তারকে বাবার মরদেহ বাড়িতে রেখেই এসএসসি পরীক্ষায় অংশ নিতে হলো।
আনোয়ারা-২ বটতলী শাহ মোহছেন আউলিয়া (রহ.) উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রসচিব মো. ফরিদুল ইসলাম বলেন, পরীক্ষার্থী রিফা আক্তারের বাবার মৃত্যুতে পুরো পরিবার মানসিকভাবে ভেঙে পড়েছে। তার এই কঠিন সময়ে আমরা সান্ত্বনা দিয়ে পরীক্ষায় অংশগ্রহণের সাহস যুগিয়েছি। সে নিজেকে সামলে আজ ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় অংশ নিয়েছে।
কান্নাজড়িত কণ্ঠে পরীক্ষার্থী রিফা আক্তার জানায়, বাবার ইচ্ছা ছিল আমাকে অনার্স পর্যন্ত পড়ানোর। বাবার ইচ্ছা পূরণ করতে আমি পরীক্ষা বাদ দিইনি।
বাবার ইচ্ছাপূরণে লেখাপড়ার জন্য সবার দোয়া চেয়েছে রিফা।