গত বছর অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আলো ছড়িয়ে ফুটবল বিশ্বের নজর কাড়েন ক্লদিও এচেভেরি
রিভার প্লেটের তরুণ আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডার ক্লদিও এচেভেরি এখন ম্যানচেস্টার সিটির খেলোয়াড়। তাকে চুক্তিবদ্ধ করে নিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটি।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) এক বিবৃতিতে ১৮ বছর বয়সী এচেভেরিকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি।
এচেভেরিকে স্বাগত জানিয়ে নিজেদের ওয়েবসাইটে ম্যান সিটি লিখেছে, “এচেভেরিকে স্বাগত জানাতে ক্লাবের সবাই উন্মুখ হয়ে আছে। আমরা তাকে রিভার প্লেটের সঙ্গে তার বাকি সময়ের জন্য শুভকামনা জানাচ্ছি।”
প্রিমিয়ার লিগের শিরোপাধারীদের সঙ্গে এচেভেরির চুক্তি হয়েছে ২০২৮ সালের জুন পর্যন্ত। তবে এখনই ইতিহাদ স্টেডিয়ামের দলটিতে যোগ দেবেন না তিনি। আগামী বছরের জানুয়ারি পর্যন্ত থেকে যাবেন আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটেই।
প্রতিভাবান এই ফুটবলারকে আর্জেন্টিনার “নতুন সেমি” বলেও আখ্যা দেওয়া হয়। ব্রিটিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, তাকে পেতে ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নদের গুনতে হয়েছে এক কোটি ২৫ লাখ পাউন্ড। খরচের অঙ্ক বাড়ার শর্তও আছে।
গত বছর অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আলো ছড়িয়ে ফুটবল বিশ্বের নজর কাড়েন ক্লদিও এচেভেরি। সেখানে আর্জেন্টিনাকে নেতৃত্ব দেন তিনি। কোয়ার্টার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে হ্যাটট্রিকও করেন। আসরের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা হিসেবে ব্রোঞ্জ বল জিতেছিলেন এচেভেরি। অনূর্ধ্ব-১৭ জাতীয় দলের হয়ে খেলা মোট ২৩ ম্যাচে তার গোল ১৩টি।
এরপর থেকে নিজ দেশ আর্জেন্টিনা ছেড়ে ইউরোপের ক্লাব ফুটবলে পাড়ি জমানোর গুঞ্জন চলছিল।
সিটিরই সাবেক আর্জেন্টাইন ডিফেন্ডার মার্তিন দেমিচেলিস বর্তমানে আছেন রিভার প্লেটের দায়িত্বে। তার অধীনে গত বছরের জুনে ক্লাব পর্যায়ে অভিষেক ঘটে এচেভেরির। এখন পর্যন্ত ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৬ ম্যাচ খেলেছেন তিনি।
লিওনেল মেসি-অ্যাঞ্জেল ডি মারিয়াদের নিয়ে গড়া মূল আর্জেন্টিনা দলের সঙ্গে অনুশীলন করার অভিজ্ঞতাও আছে তার।