গাজীপুর কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ নাদেম (২২) নামে আরও একজন মারা গেছেন। এ নিয়ে ঘটনাটিতে ১৫ জনের মৃত্যু হলো।
শনিবার (২৩ মার্চ) রাত ৮টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মারা যান তিনি।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম। তিনি জানান, নাদেমের শরীরের ৫৫ শতাংশ দগ্ধ হয়েছিল। ঘটনাটিতে এখন পর্যন্ত ১৫ জন মারা গেল।
মৃত নাদেমের শ্যালক আনোয়ার হোসেন জানান, তাদের বাড়ি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার মাখনেরচর গ্রামে। তার বাবার নাম আব্দুর রহিম। বর্তমানে কালিয়াকৈর তেলিরচালা এলাকায় থাকতেন। একটি পোশাক তৈরি কারখানায় চাকরি করতেন তিনি। স্ত্রী শারমিন ও এক ছেলে গ্রামের বাড়িতে থাকে।
এরআগে গত ১৩ মার্চ বিকেলে গাজীপুর কালিয়াকৈর তেলিরচালা এলাকায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় ৩২ জন দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটে আসে। পরবর্তিতে বেশ কয়েকজন চিকিৎসা শেষে বাসায় ফিরলেও ১৫ জনের মৃত্যু হলো।