গাজা-মিসর সীমান্ত পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

এ ছাড়া গাজার রাফাতে আন্তর্জাতিক বিচার আদালতের নির্দেশ সত্ত্বেও হামলা অব্যাহত রেছে ইসরায়েল। ওই এলায় ২৩ লাখের বেশি ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিলেন।

ফিলিস্তিনের গাজা উপত্যকার সঙ্গে মিসরের সীমান্তের পুরো নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েলি বাহিনী।

স্থানীয় সময় বুধবার ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে এই দাবি করা হয় বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

এ ছাড়া গাজার রাফাতে আন্তর্জাতিক বিচার আদালতের নির্দেশ সত্ত্বেও হামলা অব্যাহত রেছে ইসরায়েল। ওই এলাকায় ২৩ লাখের বেশি ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিলেন।

টেলিভিশন ব্রিফিংয়ে ইসরায়েলের প্রধান সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, ইসরায়েলি বাহিনী ‘ফিলাডেলফি করিডোর’ এর ওপর ‘অপারেশনাল’ নিয়ন্ত্রণ নিয়েছে।

তিনি বলেন, ফিলাডেলফি করিডোর হামাসের জন্য একটি অক্সিজেন লাইন হিসেবে কাজ করেছিল। এটি গাজা উপত্যকা এলাকায় অস্ত্র পাচারের জন্য ব্যবহার করা হতো।

তবে ওই সীমান্তে কী ধরনের অভিযান চালানো হয়েছে তা নিয়ে কিছু স্পষ্ট করেননি ড্যানিয়েল।

মিসরের সঙ্গে গাজার এই সীমান্ত এলাকাটিই একমাত্র সীমান্ত এলাকা যেখানে এতদিন ইসরায়েলি বাহিনীর সরাসরি নিয়ন্ত্রণ ছিল না। গাজায় তাদের হামলা শুরুর পর এ সীমান্ত দিয়ে মানবিক সহায়তা পৌঁছে দেয়া হচ্ছিল।

ইসরায়েলে গত ৭ অক্টোবরের হামাসের হামলায় ১ হাজার ২০০ জন নিহত হন। তারা আরও ২৫২ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায়। ওই সময়ই গাজায় হামলা শুরু করে ইসরায়েল। এতে এখন পর্যন্ত প্রায় ৩৬ হাজারের মতো মানুষ নিহত হয়েছেন।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত