পাঁচ মাসে ইসরায়েলের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো গাজা। হামলা থেকে বাদ পড়েনি ধর্মীয় স্থাপনাও। পুরো গাজায় ১২০০ মসজিদের মধ্যে এক হাজার মসজিদই পুরোপুরি বা আংশিক ধ্বংস হয়েছে।
এ অবস্থায় রমজান মাসে নামাজের স্থান পাচ্ছেন না গাজার বাসিন্দারা। বার্তা সংস্থা সিএনএন এ খবর প্রকাশ করেছে।
ওই খবরে গাজার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলা হয়, গেল ৭ অক্টোবরের পর ইসরায়েলের হামলায় ইমাম, মুয়াজ্জিন ও হাফেজসহ শতাধিক ধর্মীয় ব্যক্তিত্ব নিহত হয়েছেন।
রমজান মাসের তারাবিহ নামাজের জন্য পর্যাপ্ত জায়গা পাওয়া যাচ্ছে না, কারণ মসজিদগুলো ধ্বংস করা হয়েছে। এমনকি ওযু করার জন্যও মিলছে না পানি।
এদিকে, ইয়েমেনের হুথি গোষ্ঠী হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। একটি সামরিক সূত্রের বরাত দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরআইএ এ তথ্য জানিয়েছে।